সাকিব আল হাসান, যার উপস্থিতই দলে বাড়তি শক্তি যোগায়। দলের বাকি খেলোয়াড়েরা পায় ভরসা। তবে তাঁকে আর দেখা যাবে না এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
সাকিব এরই মধ্যে আমেরিকায় চলে গেছেন, শেখ জামালের হয়ে এই মৌসুমে অন্তত আর তিনি মাঠে নামবেন না। তার না থাকার বিষয়টি নিশ্চিত করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সাকিবের চলে যাওয়ায় চিন্তিত নন বলে জানান শেখ জামালের কর্মকর্তা।
এই বিষয়ে তিনি বলেন, ‘চলমান ডিপিএলে সাকিব আর আমাদের হয়ে খেলবেন না। আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই। কেননা, আমরা ইতিমধ্যেই ১০ টি ম্যাচের ৮ টিতেই বিজয়ী হয়েছি।’
যদিও, সর্বশেষ ম্যাচে ভরাডুবি হয়েছে শেখ জামালের। আবাহনীর বিপক্ষে বৃহস্পতিবার মিরপুর তাঁরা অলআউট হয়েছে মাত্র ৮৮ রানে। জবাবে আবাহনী মাত্র ১০.২ ওভার কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়।
সাকিবের বিষয়ে তিনি আরো বলেন, ‘সাকিব আমাদের হয়ে তিনটি ম্যাচে খেলেছে। আমরা অবশ্যই তাঁর অভিজ্ঞতা এবং উপস্থিতি মিস করবো। তবে আমরা আশাবাদী তাঁকে ছাড়াও আগামীতে জয়ের দেখা পাবো।’
সাকিব আল হাসান এই মৌসুমে তিন ম্যাচে ৩৫.৩৪ গড়ে মোট ১০৬ রান করেন। তাছাড়া বল হাতে নেন ৬ উইকেট। পরিসংখ্যানটা মোটেও খারাপ নয়।
আশা করা যাচ্ছে আগামী মৌসুমে আবারো সাকিবকে শেখ জামালের জার্সি গায়ে দেখা যেতে পারে। কেননা, তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ।