পাকিস্তানে খেলতে যেতে আগ্রহী কোহলি

চির শত্রু দুই দেশ ভারত-পাকিস্তান। এক দেশ আরেক দেশের দোষ খুঁজেই ব্যস্ত চিরকাল। তবে এর মাঝেই পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

পাকিস্তানী পর্বতারোহী শেহরুজ কাশিফ এবং ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির মধ্যকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলির সাথে ভিডিও কলে কথা বলতে দেখা যায় শেহরুজ কাশিফকে। আর সেখানেই কোহলি আগ্রহ প্রকাশ করেন খুব শীঘ্রই পাকিস্তান সফরের।

বিরাট কোহলির ভক্ত ছড়িয়ে আছে পুরো পাকিস্তান জুড়ে। ভারতের বিপক্ষে থাকলেও কোহলিকে আদর্শ মনে করেন অসংখ্য পাকিস্তানি। তাছাড়া এখন আন্তর্জাতিক দলগুলোও খেলতে যাচ্ছে পাকিস্তানে। তাই তো আগ্রহ বেড়েছে কোহলিরও।

কোহলির সাথে এই স্মরণীয় মুহূর্তটি কাশিফ তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেন। কাশিফ তাঁর একটি পোস্টে কোহলির সাথে সাক্ষাতের রহস্য প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, ‘২০২২ সালে আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একজন ভারতীয় আমার কাজের বেশ প্রশংসা করেন। তিনি এটাও বলেন ভারতীয় ক্রিকেট দলের সাথে তাঁর ভালো যোগাযোগ রয়েছে।’

কাশিফ আরো যোগ করে বলেন, ‘তাই মজার ছলে বিরাট কোহলির সাথে সাক্ষাতের কথা বলেছিলাম। আশ্চর্যজনকভাবে তিনি সেই ব্যবস্থা করে দেন। আর আমিও সুবর্ণ সুযোগটা পেয়ে যাই। একজন পাকিস্তানি হিসেবে আমি মনে করি বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন।’

সেই ভাইরাল ভিডিওতে কোহলি কাশিফ এর উদ্দেশ্যে বলেন, ‘তোমার পরিবার এবং বন্ধুদের জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি আমরা খুব শীঘ্রই পাকিস্তান যাবো; সবাই এখন পাকিস্তানে ঘুরতে যাচ্ছে।’

আগামী ২০২৫ সালের শুরুর দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে দেখা মিলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ আরো অনেক দেশের বিখ্যাত সব ক্রিকেটারদের। চির শত্রুর দেশে আবারো পা ফেলবে ভারতের ক্রিকেটাররাও। আর সব দেশের সেই সম্নিলিত মেলবন্ধন দেখার অপেক্ষাতেই আছে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link