বিশ্ব মঞ্চে উগান্ডার প্রথম জয়

ইতিহাস গড়লো উগান্ডা! প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পায় ব্রায়ান মাসাবার বাহিনী। শঙ্কার বাঁধা পেরিয়ে উগান্ডা পায় প্রথম জয়।

পাপুয়া নিউগিনির চার্লস আমিনির লেগ স্টাম্পের বল কেনেথ ওয়াইসওয়া প্যাডেল সুইপ করার সাথে সাথেই উল্লাসে মেতে ওঠে ২২ গজে থাকা দুই ব্যাটার। সেই সাথে মেতে ওঠে উগান্ডার খেলোয়াড়, কোচ, স্টাফ আর  গ্যালারি থাকা দর্শকরা। কেননা তাঁরা বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়ে গিয়েছে।

পাপুয়া নিউগিনির বিপক্ষে তাঁরা এই জয় পায়। যদিও লক্ষ্য খুব বেশি বড় ছিল না,মাত্র ৭৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পাপুয়া নিউগিনির ব্যাটাররা। তবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় উগান্ডা।  তাঁরা আরও বড় ধাক্কা খায় সপ্তম ওভারেই, যখন ২৬ রানেই তাঁদের ৫ হারিয়ে ব্যাকফুটে চলে যায় উগান্ডা।

তবে সেখানেই দায়িত্বশীলতার পরিচয় দেয় উগান্ডার অলরাউন্ডার রিয়াজাত আলি শাহ। । চ্যাড সোপেরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিয়াজাতের ক্যাচ ছেড়ে দেন আমিনি। একবার জীবন ফিরে পেয়ে জুমা মিয়াগির সাথে গড়েন ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। রানের চাকা আবারও সচল করতে শুরু করেন এই দুই ব্যাটার।

তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন মিয়াগি। তখনও ২২ গজের ঠায় দাঁড়িয়ে ছিলেন রিয়াজাত। তাঁর ৩৩ রানের ইনিংসই উগান্ডার প্রথম জয়ের ভিত্তি গড়ে দেয় তাঁর ব্যাট।

যদিও গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি উগান্ডার ব্যাটাররা। তবে মাসাবাদের এই ঐতিহাসিক জয় উগান্ডার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। আগামী ম্যাচগুলোতে এই উগান্ডা আরও কি কি চমক নিয়ে অপেক্ষা করছে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link