ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে নামিবিয়ার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেল ডেভিড উইসে। ২৭ রানে আউট হয়ে সাজঘরের ফেরার সময় হাত উঠিয়ে ভক্তদের বিদায় বললেন তিনি। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই খেলোয়াড়।
নিজের শেষ ম্যাচে ব্যাটে বলে দূর্দান্ত খেললেও দলেকে জয়ের বন্দরে পৌছাতে পারেননি উইসে। এদিন বল হাতে ২ ওভারে মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতেও ১২ বলে ২৭ রানের ভাল একটি ইনিংস খেলেন উইসে। তবে ম্যাচটি তার দল ৩৮ রানে হেরে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও দুই বছর বাকি। আমার বয়স এখন ৩৯ বছর। তাই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার মধ্যে কিছু বাকি আছে কি না তা আমি জানি না।’
নিজের খেলা চালিয়ে যাওয়ার সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চাই। আমার মনে হয় আমি এখনও অনেক অবদান রাখিতে পারি এবং আমার অনেই খেলা বাকি আছে। কিন্তু আমি মনে করি নামিবিয়ার সাথে আমার বিশেষ ক্যারিয়ার শেষ করার এটিই ভালো সময়। আমি তাদের সাথে অনেক ভাল সময় কাটিয়েছি। বিশ্বকাপের মতো মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে তাদের হয়ে শেষ ম্যাচ খেলেছি আমি৷ আমার মনে হয় এটিই সঠিক সময়।’
দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৬ সালে কলপ্যাকে যাওয়ার পাঁচ বছর পর নামিবিয়ার হয়ে খেলার যোগ্য হন উইসে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া হয়ে প্রথম দেখা যায় তাকে। সেই আসরে নামিবিয়াকে সুপার টুয়েলভে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
নামিবিয়ার হয়ে টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন উইসে। চলমান আসরে নামিবিয়ার একমাত্র জয়েও বড় অবদান ছিল তার। সুপার ওভারে ব্যাট ও বল করার আগে ওমানের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন তিনি। গতো ১২ মাসে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে খেলেছেন তিনি।