বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দলে ‘মেজর সার্জারি’ করার কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী। কিন্তু লম্বা সময় কেটে গেলেও সেরকম কোন পদক্ষেপ নেয়া হয়নি, তাই তো পিসিবির সমালোচনায় সরব হয়েছেন দেশটির অনেক সাবেক ক্রিকেটার; তাঁদেরই একজন সরফরাজ নওয়াজ।
নির্দিষ্ট কিছু জায়গায় রদবদল নয়, বরং পুরোপুরি সিস্টেমে আমূল পরিবর্তন দেখতে চেয়েছেন। তাঁর মতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবর আজম অধিনায়ক হিসেবে ব্যর্থ, সেজন্য মোহাম্মদ রিজওয়ানকে এবার দায়িত্ব দেয়া উচিত। সেই সাথে সম্পূর্ণ নির্বাচক প্যানেলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।
এই ফাস্ট বোলার বলেন, ‘আমরা যদি সিস্টেমটিকে সঠিক পথে রাখতে চাই তাহলে বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন। সর্বোচ্চ তিন সদস্যের নির্বাচক কমিটি হওয়া উচিত। উন্নতির জন্য ওয়াহাব বা আবদুল রাজ্জাককে বরখাস্ত করাই যথেষ্ট হবে না। সিস্টেমে পরিবর্তন না আনলে আসাদ শফিক কিংবা মোহাম্মদ ইউসুফও কিছু করতে পারবেন না৷’
এরই পরিপ্রেক্ষিতে স্রেফ দু’জন নির্বাচককে বাদ দেয়ার তীব্র সমালোচনা করেন তিনি। এই ডানহাতি বলেন, ‘নির্বাচক কমিটি সম্মিলিতভাবে কাজ করেছে। প্রত্যেক সদস্য স্বীকার করেছেন যে স্কোয়াড তাঁদের সবার মতামতে গঠিত হয়েছে। তাই এমন ভরাডুবির জন্য প্রত্যেককে বরখাস্ত করা উচিত।’
অন্যদিকে অধিনায়কত্ব ইস্যুতে এই কিংবদন্তি অবশ্য শান মাসুদকে সমর্থন করেছেন। তবে তাঁর বিশ্বাস, সাদা বলে বাবরের জায়গা রিজওয়ান বেশি ভাল করার সামর্থ্য রাখেন।
তিনি বলেন, ‘রিজওয়ান ঘরোয়া পর্যায়ে তাঁর নেতৃত্ব গুণের প্রমাণ দিয়েছেন। মুলতান সুলতান্সের অধিনায়ক হিসেবেও সে দারুণ ধারাবাহিক। আমার মতে অধিনায়কত্বের জন্য তাঁকে বেছে নেয়া যেতে পারে। এ মুহর্তে বাবর আজমের আত্মবিশ্বাস কম। তাই তাঁকে এই দায়িত্বের জন্য বিবেচনা করা উচিত নয়।’