লেগ বিফোর ক্যাচ! ক্রিকেটের ফুটবলীয় নৈপুণ্য!

ক্রিকেট মাঠে ফুটবলীয় নৈপুণ্য – বিচিত্র কায়দায় পা দিয়ে বল তুলে নিয়ে ক্যাচ ধরে আলোচিত হয়েছেন তুরস্কের অনূর্ধ্ব-১৭ এক ক্রিকেটার। তিনি কুরশাদ দালিয়ান, নিতান্তই শখের ক্রিকেটার বলা যায় তাঁকে। তাঁর ফিল্ডিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমনিতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতেও মন্দ নয় দালিয়ানের। তিনি খেলছেন ইউরোপের একটি প্রতিযোগিতায়। সেখানে এবার আলোচিত হল তাঁর ফিল্ডিং। এমনিতে, ক্রিকেট মাঠে ফিল্ডারদের দক্ষতা মাঝে মধ্যেই চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। বদলে দেয় ম্যাচের রং।

তবে, দালিয়ানের বিষয়টা একেবারেই আলাদা। তাঁর অভিনব ক্যাচ নিয়ে সরব দুনিয়া। সেটা এতটাই যে তাঁকে নেটিজেনরা ক্রিশ্চিয়ানো রোনালদো আর রবীন্দ্র জাদেজার সংমিশ্রনও বলা শুরু করেছে।

ইসিএস বুলগেরিয়া টি-টেন আসরে খেলছিলেন দালিয়ান। সেখানে একটি ম্যাচে দৌড়ে এসে স্পট জাম্প দিয়ে ক্যাচ নিয়েছেন লং অনে। প্রতিপক্ষ ব্যাটার ছয় মারার চেষ্টা করেছিলেন। লং অনে ফিল্ডিং করা দালিয়ান স্পট জাম্প দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। বল তাঁর হাতে লেগে মাটিতে পড়ে যাচ্ছিল।

সেই সময় পা দিয়ে বল দু’বার নাচিয়ে হাতে ধরেন। ভিডিও রিপ্লে থেকে দেখা যায়, ঠিক ভাবেই ক্যাচ ধরতে পেরেছেন দালিয়ান। বল মাটিতে পড়েনি। ফলে, আইনত এটা আউট, ব্যাটারকে ফিরতে হবে সাজঘরে।

এই আউটকে বলা হচ্ছে  – ‘লেগ বিফোর ক্যাচ’ – যেখানে একই সাথে আছে ক্রিকেট ও ফুটবল। উচ্ছ্বসিত দর্শকেরা তাই তাঁর নাম দিয়েছেন ‘ক্রিশ্চিয়ানো জাদেজা’। নতুন নাম পেয়ে খুশি দালিয়ানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link