অধিনায়ক নয় ব্যাটার বাবরকে প্রয়োজন

পাকিস্তান ক্রিকেটের যে অচলাবস্থা তার জন্য অধিকাংশ সমালোচনা শুনতে হচ্ছে বাবর আজমকে। ক্রিকেট সমর্থক থেকে শুরু ক্রিকেট বিশ্লেষক সবাই কাঠগড়ায় তুলছেন তাঁকে। এবার সেই সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী; ব্যর্থ নেতৃত্ব আর অফ-ফর্ম ইস্যুতে বাবরকে রীতিমতো তুলো-ধুনো করেছেন তিনি। তাঁর মতে, অধিনায়কত্ব ছেড়ে তিন ফরম্যাটেই নিজের সেরাটা দেয়ার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত।

সামনেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান, সাবেক এই ব্যাটার তাই আশা করছেন এবার অন্তত ফর্মে ফিরবেন বাবর। সেই সাথে আইসিসির র‍্যাংকিংয়ে উন্নতি করবেন এমন প্রত্যাশাও রয়েছে তাঁর।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘সবশেষ গত এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিল বাবর আজম। নিজেকে প্রমাণ করতে, র‍্যাংকিংয়ে উপরে উঠতে আরেকটি ভাল সুযোগ সে পেতে যাচ্ছে। এই ফরম্যাটে সে অধিনায়ক নয়, এটা কিন্তু ভাল। তাঁর বাকি দুই ফরম্যাটের নেতৃত্বও ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে আরো বেশি গুরুত্ব দেয়া উচিত।’

অন্যদিকে, শান মাসুদকে আপাতত সমর্থন করছেন এক সময়ের পাক কোচ। তাঁকে সাহসী অধিনায়কত্ব করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মাসুদের এটা ভাবা উচিত না যে সে কি প্রিমিয়ার বোলার নাকি ব্যাটার। সব ভুলে তাঁকে সাহসী হতে হবে, এমন সিদ্ধান্ত নিতে হবে যেটা দলের জন্য ভাল হয়। তাহলেই উন্নতি হবে, ভাল পারফরম্যান্স বেরিয়ে আসবে।’

সাম্প্রতিক সময়ে ফলাফল আর প্রত্যাশার মাঝে বিস্তর ফারাক দেখা দিয়েছে। প্রতিটা টুর্নামেন্টের আগেই একগাদা সম্ভাবনার গল্প বলা হয়, কিন্তু দিনশেষে খালি হাতেই ফিরে পুরো দল।

সে ব্যাপারটিও মনে করিয়ে দিয়েছেন বাসিত, তিনি বলেন, ‘গত দুই তিন বছরে আমরা শুধু কথার খেলা খেলেছি। আমরা বিশ্বকাপ জিতব, এশিয়া কাপ জিতব এসব বলেছি। কিন্তু কিছুই হয়নি, এখন এসব করে দেখানোর পালা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link