এক ফরম্যাটের অধিনায়ক হয়েও, অন্য ফরম্যাটে জায়গা পাচ্ছেন না সুরিয়াকুমার যাদব। নিজের সামর্থ্য অন্তত তিনি নিজেই জানেন। ক্যারিয়ার একটু দেরি করেই শুরু হয়েছিল তার। সেই ক্যারিয়ারকে একটি ফরম্যাটে সীমাবদ্ধ রাখতে চাইছেন না। তাইতো তিনি বাকি ফরম্যাটের জন্যও নিজেকে প্রস্তুত করতে চাইছেন।
সে কারণেই আবারও ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চাইছেন তিনি। বিশেষ করে লাল বলের ফরম্যাটে। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন সুরিয়া। তিনি বলেন, ‘আমি ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চাই। এই মৌসুমের লাল বলের টুর্নামেন্ট খেলার ভাল প্রস্তুতির মঞ্চ হতে পারে বুচি বাবুর টুর্নামেন্ট।’
ভারতের তামিল নাড়ুতে লাল বলের টুর্নামেন্ট খেলার জন্য নিমন্ত্রণ পেয়েছে মুম্বাই রাজ্য দল। সেই দলে অন্তর্ভুক্ত করবার অনুরোধ করেছেন সুরিয়াকুমার যাদব। মুম্বাই রাজ্য দলটিতে তারুণ্য প্রাধান্য পেয়েছে সবসময়। সেই ধারাবাহিকতায় তরুণ দলটাকে নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ খান।
স্বাভাবিকভাবেই জাতীয় দলে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা দ্বিধার সৃষ্টি করে। কেননা তখন সেই খেলোয়াড়ের জন্য রাজ্য দলে বদল আনতে হয়। সেই বদলের চিন্তায় সম্ভবত সরফরাজের দায়িত্ব বদলের চিন্তাই হয়ত আসবে যেকোন টিম ম্যানেজমেন্টের। তেমন কোন পরিবর্তন প্রয়োজন নেই বলেও জানিয়েছেন সুরিয়া।
বুচি ভাই টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে তিনি যুক্ত হতে চলেছেন মুম্বাই দলের সাথে। তার লাল বলের টুর্নামেন্টে ফেরা প্রয়োজন। কেননা সামনের দিনগুলোতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা কম। গোটা বিশ্ব ক্রিকেটেই ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ম্যাচ আয়োজিত হবে বেশি। সুরিয়া এই দীর্ঘ সময়টা জাতীয় দলের বাইরে থাকতে চাইছেন না।
যদিও টেস্ট ফরম্যাটের জন্য তিনি আদতে বিবেচিত হবেন কি-না সেটা সময়ই বলে দেবে। এখন অবধি ভারত দলের হয়ে মোটে একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে অভিষেক হওয়া সে ম্যাচটি ছিল ঘরের মাঠে। অস্ট্রেলিয়ার সাথে সে ম্যাচে আশানুরূপ কিছুই করতে পারেননি। ঠিক সে কারণেই থমকে গেছে তার টেস্ট ক্যারিয়ার।
অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। জাতীয় দল থেকে তাই ছিটকে গিয়েছেন। নিজের ক্যারিয়ারের নতুন এক পরিকল্পনা তাই করতে হচ্ছেই তাকে। নতুবা এক ফরম্যাটের সেরা হয়েই সমাপ্তি ঘটবে সম্ভাবনাময় এক ক্রিকেট যাত্রার।
সেপ্টেম্বরেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে থাকছে দু’টি টেস্ট ম্যাচও। তাহলে কি বাংলাদেশের বিপক্ষেই টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হবে সুরিয়ার?