Social Media

Light
Dark

উইকেটের পিছনে কবুতরের মত লাফান রিজওয়ান!

আউট হওয়ার সম্ভাবনা না থাকলেও, বলে বলে উইকেটের জন্য আবেদন করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। শুধু তাই নয়, উইকেটের জন্য কবুতরের মত লাফিয়ে ওঠেন। এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।

আউট হওয়ার সম্ভাবনা না থাকলেও, বলে বলে উইকেটের জন্য আবেদন করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। শুধু তাই নয়, উইকেটের জন্য কবুতরের মত লাফিয়ে ওঠেন। এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।

ভারতের এই অভিজ্ঞ আম্পায়ার ইউটিউবে এক পডকাস্টে তিনি গেল এশিয়া কাপের স্মৃতি চারণা করে বলেন, ‘এশিয়া কাপে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আম্পায়ারিং করেছি।ও প্রচুর আবেদন করে। এমনকি আমার সতীর্থ আম্পায়ারকে বলেছি সতর্ক থাকতে। প্রতিটা ডেলিভারিতেই আউটের জন্য চেঁচাতে থাকে। ও কী একটা যেন ঠোঁটে লাগায়। লিপস্টিকের মতো। সারাক্ষণ কবুতরের মতো লাফাতে থাকে।’

রিজওয়ানকে খোঁচা দিয়ে অনিল আরও বলেন, ‘দেখুন, একজন আম্পায়ার কিন্তু বুঝতে পারে কে দক্ষ কিপার। যদি আম্পায়ার ভালো হয়, সে একবাক্যেই বলে দেবে ওর মতো কিপারররা অদক্ষ। এখন এত টেকনোলজি এসেছে। সারাক্ষণ আবেদন করলে, রিপ্লে দেখলে ওরই তো অপমান হবে।’

অনিল মনে করেন, মাঠে রিজওয়ানের ভূমিকা পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করে। তিনি বলেন, ‘ও যদি সারাক্ষণ বকবক করতে থাকে, মাইকে তো বাকিরাও শুনতে পারবে। এতে তো ওকে নিয়েই হাসিঠাট্টা হবে। নিজের এমন ভাবমূর্তি কে তৈরি করতে চায়? লোকজন মুখিয়ে থাকে ওকে নিয়ে মজা করার জন্যই।’

অনিল ৫০ টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। ফলে, তাঁকে যথেষ্ট অভিজ্ঞ বলাই যায়। তবে, একজন আন্তর্জাতিক আম্পায়ার এভাবে একজন খেলোয়াড়ের প্রতি অবমাননাকর মন্তব্য করার এখতিয়ার কি আদৌ রাখেন?

Share via
Copy link