Social Media

Light
Dark

ট্রফি দেখিয়ে ‘খোঁচা’ ভিলার, আর্সেনালের জবাব

ইউরোপীয় মঞ্চে আর্সেনালের সর্বোচ্চ সাফল্য রানার আপ হওয়া। ২০০৫-৬ মৌসুমে তাঁরা থিয়েরি অঁরির জাদুতে ফাইনালে গেলেও হেরে যায় বার্সেলোনার বিপক্ষে। 

আর্সেনাল নি:সন্দেহে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দল। অন্তত ঐতিহ্য তাই বলে। কিন্তু, কখনোই তাঁরা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব পায়নি। জিতেনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই নিয়ে তাঁদের আক্ষেপেরও শেষ নেই।

এবার সেই আক্ষেপের ঘায়ে নুনের ছিটা দিল অ্যাস্টন ভিলা। আর্সেনালের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ শুরুর আগে ভিলা পার্কের টানেলে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ট্রফি রেখে দিয়ে ‘শো-অফ’ করল অ্যাস্টন ভিলা।

ম্যাচ শুরুর আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে আর্সেনালকে কোণঠাসা করার এই সুযোগ হাতছাড়া করতে চায়নি অ্যাস্টন ভিলা। যদিও, অ্যাস্টন ভিলার ইউরোপিয়ান শিরোপা জেতার স্মৃতি অবশ্য বহু বছর আগের।

১৯৮২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে অ্যাস্টন ভিলা। সেবার ফাইনালে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে রটেনডামে ১-০ গোলে হারায় তাঁরা। যদিও, তখন এই আসরের নাম ছিল ইউরোপিয়ান কাপ।

অন্যদিকে, ইউরোপীয় মঞ্চে আর্সেনালের সর্বোচ্চ সাফল্য রানার আপ হওয়া। ২০০৫-৬ মৌসুমে তাঁরা থিয়েরি অঁরির জাদুতে ফাইনালে গেলেও হেরে যায় বার্সেলোনার বিপক্ষে।

আর ইদানিং ইউরোপে আর্সেনালের সাফল্য আরও হ্রাস পেয়েছে। গেল মৌসুমে তাঁরা ১৫ বছর পর প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের টিকেট পায়। অ্যাস্টন ভিলার ‘খোঁচা’র এটাও একটা কারণ।

আর্সেনাল অবশ্য তাঁর জবাব ঠিকই দিয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। অ্যাস্টন ভিলাকে তাঁরা হারিয়েছে ২-০ গোলে।

গত মৌসুমে অল্পের জন্য লিগ শিরোপা হাতছাড়া হয় আর্সেনালের। সেবার  আর্সেনালের পাঁচ হারের দুটিই ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে। ফলে, এবার আর অ্যাস্টন ভিলার বাঁধা রাখতে চায় না গানার শিবির।

Share via
Copy link