২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট অভিষেক হয়েছিলো নুরুল হাসান সোহানের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে করেছিলেন ৯৮ বলে ৪৭ রান। কিন্তু সবচেয়ে বড় কথা সোহান উইকেটে ছিলেন প্রায় ১৭৩ মিনিট। দুটি ওয়ানডেতে ৭ ও ৮ নাম্বারে ব্যাট করা সোহানের ব্যাট থেকে এসেছিলো ২৪ ও ৪৪ রানের ইনিংস। তাই নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আবারো নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলদেশ। তবে এবার নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি নুরুল হাসানের সোহানের। দলের সাথে না গেলেও দেশ থেকেই সবার উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন তিনি। আজ মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে সোহান জানিয়েছেন দুই ফরম্যাটেই নতুন বল খেলাটা চ্যালেঞ্জিং হবে সবার জন্য; নতুন বল সামলে নিতে পারলেই সাফল্য পাবে দল।
তিনি বলেন, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল। পুরাতন বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বলটা সুন্দর দেখা যায়। আমাদের দেশে যেমন বলটা পিচে পড়লে আমরা দোনমনায় থাকি যে কী হবে। আমার কাছে মনে হয় ট্রু বাউন্স থাকে ওখানে। অবশ্যই রান করতে হলে কষ্ট করতে হবে।’
তিনি আরো বলেন, ‘টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে যাই বলেন নতুন বল খেলাটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। শুরুতেই যদি আমরা উইকেট হারিয়ে ফেলি ঐ জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তাই শুরুতে যদি কম উইকেট পড়ে, অর্থাৎ বেশি উইকেট হাতে রেখে যদি পরের দিকে যাই তাহলে ব্যাটসম্যানরা শট খেলার সুযোগ পাবে।’
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ৯ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৪ টি টি-টোয়েন্টি খেলে সব গুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সোহান মনে করেন আগের চেয়ে এবার ভালো করবে দল। এই উইকেট রক্ষক ব্যাটসম্যান বলেন, ‘এর আগে যতবার আমরা নিউজিল্যান্ড সফর করেছি। আমার কাছে মনে হয় এর চাইতে এবার বেটার রেজাল্ট হবে।
এক সপ্তাহ হলো নিউজিল্যান্ডে গেলেও এখনো অনুশীলনের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ করোনা বিধির কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে মুশফিক-তামিমদের। অনেক ক্রিকেটারই জানিয়েছেন অস্বস্তিতে আছেন তাঁরা। সোহান মনে করেন অনুশীলন শুরু করলেই ঠিক হয়ে যাবে সব কিছু।
তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এভাবে থাকা আসলেই কঠিন। তবে আমরা যেহেতু পেশাদার ক্রিকেটার যত দ্রুত সম্ভব আমাদের এটার সাথে মানিয়ে নিতে পারলে আমাদের জন্যই ভালো। আর যেহেতু মানসিকভাবে আগেই প্রস্তুতি নিয়ে গিয়েছে, আমার মনেহয় কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু হলে এটা কাটিয়ে উঠবে।’