যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হারের ক্ষত এখনও শুকায়নি পাকিস্তানের। সেই আঘাতটা আবারও হানতে চায় আমেরিকা।আরও একবার পাকিস্তান বধে দৃঢ় প্রত্যয়ী যুক্তরাষ্ট্রের পেস বোলার আলী খান।
খুব সম্প্রতি তিনি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দিয়েছেন। সেখানেই এই মনোভাব প্রকাশ করেছেন পাক বংশদ্ভূত এই মার্কিন পেসার। সম্প্রতি সাঙ্গ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল অর্জনে পরিপূর্ণ। যেখানে তারা গ্রুপ পর্বে হারান পাকিস্তানের মতো পরাশক্তিকে। তাও সুপার ওভারে।
প্রতিযোগিতাপূর্ণ এ ম্যাচের ব্যপারে আলী খান বলেন ‘তাদের (পাকিস্তান) প্রতি সম্মান রেখেই বলছি। আমরা তাদের কে হারানোর যোগ্য। আমার বিশ্বাস আমরা একটি ভাল দল। আমাদের সর্বোচ্চ শক্তিশালী দল নিয়ে শুধুমাত্র পাকিস্তান দলই নয়। বরঞ্চ আমাদের সুদিনে বিশ্বের যেকোনো দলকেই টক্কর দিতে সক্ষম।’
ম্যাচটির ব্যপারে তিনি আরও উল্লেখ করেন, যে খেলাটিতে তারা একদম চাপমুক্ত ছিলেন। নিজের দলের ব্যপারে বেশ আশাব্যঞ্জক মন্তব্য করেন এই পেসার। বাবর নেতৃত্বাধীন পাকিস্তানের সাথে চারটি অংশেই যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল সেই ম্যাচে জানান আলী।
যাতে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং এর পাশাপাশি তিনি যুক্ত করেন শারীরিক সক্ষমতার ব্যপারটা। যা তাদের ম্যাচ জয়ে অনবদ্য ভূমিকা রেখেছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পরবর্তী সময়টা পাক সাজঘরের জন্য ছিল বেশ হতাশা জনক। সেবার তারা গ্রুপ পর্বেই ছিটকে পড়েন।
বিশ্বকাপ শেষে তাঁরা বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলে। দুই ম্যাচের সেই সিরিজেও পরাজয়ের মুখে পড়ে পাকিস্তান। অন্যদিকে এই জয় যুক্তরাষ্ট্রর জন্য হয়ে থাকে স্মরণীয়। আলোকিত হয় তাঁদের ক্রিকেট ইতিহাস।