ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। সেই গৌতম গম্ভীর যখন নিজের আইপিএল সতীর্থদের সেরা একাদশ বাছাই করেন তখন নড়েচড়ে বসতেই হয়। আর বাংলাদেশি ভক্ত-সমর্থকরা নিশ্চয়েই আরও একটু বেশিই উদ্বেলিত হবেন, কারণ সেই একাদশে আছেন খোদ সাকিব আল হাসান।
সাকিব জায়গা ফেলেও জায়গা হয়নি এবি ডি ভিলিয়ার্স কিংবা বীরেন্দ্র শেবাগের। এই দু’জনকেই দিল্লী ডেয়ারডেভিলসে পেয়েছেন গৌতম গম্ভীর। তবে, আইপিএলের বাইলজ মেনে একাদশে চারজন নয় বরং ছয়জন বিদেশি রেখেছেন গম্ভীর।
এদের মধ্যে অবধারিত দু’টি নাম হল সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। দু’জনই খেলেছেন গৌতম গম্ভীরের অধীনে। জিতেছেন শিরোপাও। সাকিব ছাড়া বাকি তিন বিদেশি হলেনব জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি ও মরনে মরকেল।
দেশি আছেন পাঁচজন। এর মধ্যে ওপেনারের নামটা চমক জাগানিয়া। তিনি হলেন রবিন উত্থাপ্পা। এখানে অবধারিত ভাবেই বীরেন্দ্র শেবাগ আসতে পারেন। একালের ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল সুরিয়াকুমার যাদব। সুরিয়ার বিকাশ হয়েছে গম্ভীরের হাত ধরেই।
বাকি তিন দেশি ক্রিকেটার হলেন – পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও গৌতম গম্ভীর নিজেই। তিনিই রবিন উত্থাপ্পার সাথে ওপেন করতে নামবেন।
অধিনায়ক গৌতম গম্ভীর দু’টো আইপিএল শিরোপা জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। স্বাভাবিক ভাবেই তাঁর বানানো একাদশে নাইটসদের প্রাধান্য বেশি। এই একাদশের কেবল ড্যানিয়েল ভেট্টোরিই কেবল কখনও খেলেননি কেকেআরে।