আজ দুপুরে হঠাৎ করেই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করতে দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তাদের।
পরিদর্শক দলের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান কিউরেটর গামিনী সিলভা ও বোর্ডের কর্মকর্তারা। এই দলটির হয়েই আসছে আসরে আইপিএলে খেলবেন মুস্তাফিজুর রহমান।
তাৎক্ষণিক মাঠ পরিদর্শনের কারণ সম্পর্কে জানা না গেলেও একটু পরে জানা যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের জেলাগুলোর ক্রিকেটীয় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যেই ঢাকায় এসেছে ভারতীয় পরিদর্শক দলটি।
পরিদর্শক দলের নেতৃত্ব দিয়েছেন রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর। পরিদর্শন শেষে রঞ্জিত বারঠাকুর জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের অঞ্চল গুলো নিয়ে যৌথ ভাবে ক্রিকেটে উন্নতি করতে চান তাঁরা।
তিনি বলেন, ‘আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোপারেশন করতে পারি এবং,কিভাবে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে। যাতে আমরা বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো নিয়ে যৌথভাবে উন্নতি করতে পারি।’
বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে সব সময়ই সাহায্য করেছেন রঞ্জিত বারঠাকুর। ১৯৮৮ সালে তাঁর সমর্থনেই এশিয়া কাপ আয়োজন করেছিলো বাংলাদেশ। সেই এশিয়া কাপে স্পনসরও হয়েছিলো তাঁর কোম্পানি। তাই আবারো বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তিনি।
বারঠাকুর বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৮ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, আমি স্পন্সর করেছি। আমি আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি।’
আইপিএলের ১৪ তম আসরের নিলামে এক কোটি রুপি ভিত্তিমূল্যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের সূচি চূড়ান্ত না হলেও প্রায় নিশ্চিত এপ্রিলের প্রথম দিকেই শুরু হবে এবারের আসর। ঐ সময়ই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমান জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পেলে আইপিএল খেলতে যাবেন না তিনি। মুস্তাফিজুর রহমানের সাথে একমত হয়ে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুরও জানিয়েছেন মুস্তাফিজ যেনো দেশকেই আগে প্রাধান্য দেন।
তিনি বলেন, ‘আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ব বোধ করি। এবার নিলামে আমরা মুস্তাফিজের জন্য বিড করেছি, তাকে দলেও নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’