শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিনিশার হিসেবে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
খেলার ঐ সময়ে বোলাররা ইয়র্কার এবং স্লোয়ার বেশি দিয়ে থাকেন। তাই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করে ইয়র্কার ও স্লোয়ার বলে রান করার বিষয় নিয়েই কাজ করছেন তিনি। এই অলরাউন্ডার মনে করেন পরিপূর্ণ ফিনিশার হতে হলে এর বাইরে নতুন করে কাজ করার আর কিছুই নেই তাঁর।
ফিনিশার হিসাবে দলের প্রথম পছন্দ সব সময় মোসাদ্দেক হোসেন। তাঁর দারুণ ফিনিশিংয়েই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ান হয়েছিল বাংলাদেশ। মোসাদ্দেক ভালো করেই জানেন দুর্দান্ত ফিনিশার হতে হলে শেষের দিকে আরো দ্রুত রান করতে হবে তাকে। এই কারণে চোট থেকে ফিরে শুধু এটা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।
মোসাদ্দেক বলেন, ‘আসলে ফিনিশারের যে দায়িত্বটা থাকে, যখন ব্যাটিং করি দলের খারাপ সময়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া ও ভালো ভাবে ফিনিশ করা এটাই সব সময় কাজ থাকে। ভালো সময়ে ফিনিশ করার দায়িত্বও আমাদের উপর থাকে। এই সময়টাতে ইয়র্কার ও স্লোয়ার বেশি আসে আমরা জানি। আমি এটা নিয়েই কাজ করতেছি যে স্লোয়ার ও ইয়র্কার বলগুলো থেকে কিভাবে রান বের করতে পারবো। এর বাইরে আমি মনে করি নতুন করে কাজ করার কিছু নেই।’
নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও ইনজুরির কারণে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। মোসাদ্দেক জানিয়েছেন এখন তিনি সম্পূর্ন ফিট রয়েছেন। পায়ে যে সমস্যা ছিল এখন সেটাও নেই তাঁর।
তিনি বলেন, ‘ইনজুরি থেকে সেরে ওঠার পর আমি মাত্র দুই তিন দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে আসার পরে দুই দিন অনুশীলন করলাম। এখন অনেক ভালো বোধ করছি। পায়ের যে অবস্থা ছিল সেখান থেকে অনেক উন্নতি হয়েছে। ব্যাটিং, বোলিং করলাম, জিমও করলাম, কোন কিছুতেই সমস্যা মনে হচ্ছে না।’
নিউজিল্যান্ড সিরিজের আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না মোসাদ্দেক হোসেন। এনসিএলও খেলার সুযোগ হয়নি তার। মোসাদ্দেক জানিয়েছেন এরপরেও আগের থেকে নিজকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে তার। মোসাদ্দেক বিশ্বাস করেন দলও খুব দ্রুত ছন্দে ফিরবেন।
তিনি বলেন, ‘অবশ্যই আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। কারণ এখন যখন আমি ব্যাটিং ও বোলিং করছি আমার মনে হচ্ছে আগের চেয়ে ভালো শেপে আছি। এ জায়গা থেকে বলবো যে আমি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা, সবাই দেখেতেছে যে আমরা একটা খারাপ সময় পার করছি। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করবো, দল খুব ভালোভাবে কামব্যাক করবে ইনশা আল্লাহ।’