দেশের মাটিতে নির্বিঘ্নে খেলতে পারবেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত দিয়েছে খেলার অনুমোদন।

আসছে অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকাকে আতিথিয়েতা দেবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানকে ঘিরে রয়েছে গুঞ্জন। কারণটাও স্বাভাবিক। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক চিত্রে পরিবর্তনের পর আর দেশে দেখা যায়নি সাবেক এই সংসদ সদস্য ক্রিকেটারকে। তবে দেশে সব রকম সমস্যা মুক্ত থাকবেন সাকিব, বিশ্বাস করে বিসিবি।

বিগত জুলাই মাস থেকে রাজনৈতিক পট বদল হয়েছে বাংলাদেশে। এর পর থেকে দেশে ফেরেননি বিশ্ব বরেন্য এই অলরাউন্ডার। এরই মধ্যে এক মামলায় ও এসেছে তাঁর নাম। যা তাঁর দেশের মাটিতে খেলা কে করেছে প্রশ্নবিদ্ধ।যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত দিয়েছে খেলার অনুমোদন।

গত সোমবার বিসিবির ক্রিকেট অপারেশনের ইনচার্জ শাহরিয়ার নাফিস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মহামান্য প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব পরিষ্কার ভাবেই সাকিব এর ব্যাপারে কথা বলেছেন।

বাংলাদেশ সরকারের পক্ষে তিনি এও নিশ্চিত করেছেন অনৈতিক ভাবে কাউকেই মামলার জন্য হয়রানি করা হবে না। ইঞ্জুরি বা দলে জায়গা না পাওয়ার মতো কোনো অযাচিত ঘটনা বাদে ব্যক্তিগত ভাবে নাফিস সাফিবের এই সিরিজ না খেলার কোনো কারণ দেখেন না।

বর্তমানে বাংলাদেশ দল ভারতে অবস্থান করছে। সেখানে তাঁরা দু ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে। ইতোমধ্যে যেখানে একটা টেস্ট খেলে ফেলেছেন তাঁরা।

এদিকে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে এসে পৌছবে ১৬ অক্টবর।  টাইগার দের প্রথম টেস্ট ২১শে অক্টবর ঢাকায় এবং ২৯শে অক্টবর চট্টগ্রামে খেলবে প্রোটিয়ারা।

Share via
Copy link