ভয়ডরহীন ব্যাটিং নিয়ে জুনিয়র শেবাগের আবির্ভাব

কোচিংয়ের পাশাপাশি বাড়ি ফিরলে বাবার ব্যাটিং টিপসও নেয় ছেলে। ছেলেকে শেখাতে বাবারও আপত্তি নেই। তবে সব সময়ই বলেন, ‘ভুলেও আমাকে কপি করার চেষ্টা করিস না।’ কারণ, শেবাগ একজনই!

বাবার মত তিনিও ওপেনার। বাবা বীরেন্দ্র শেবাগ ওপেনার সত্ত্বাকে রীতিমত চূড়ায় নিয়ে গেছেন। তাঁর দেখানো পথেই হাঁটছেন আর্যবীর শেবাগ। অভিষেক ম্যাচে ৪৯ রানের ইনিংস খেললেন তিনি।

ভিনু মানকড় ট্রফিতে দিল্লীর হয়ে অভিষেক হল আর্যবীরের। প্রথম ম্যাচেই ৪৯ রানের ইনিংস খেলে দলের জয়ে নেতৃত্ব দিলেন। পন্ডিচেরির বিপক্ষে ছয় উইকেটে জিতল দিল্লী।

দিল্লীর সামনে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিল পন্ডিচেরি। আর্যবীর ৬৪ বলে ৪৯ রান করেন। ছ’টি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি। মাত্র এক রানের জন্য মিস করেন হাফ-সেঞ্চুরি।

ওপেন করতে নেমে সার্থক রায়ের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন। তৃতীয় উইকেটে অধিনায়ক প্রণব পান্তের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। আর্যবীর আউট হয়ে গেলেও ৪৫ বলে ৭৫ রান করেন প্রণব। সেই ‍সুবাদে ম্যাচ জিতে যায় দিল্লী।

এর আগে দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে নিয়মিত খেলেছেন আর্যবীর। কোচিংয়ের পাশাপাশি বাড়ি ফিরলে বাবার ব্যাটিং টিপসও নেয় ছেলে। ছেলেকে শেখাতে বাবারও আপত্তি নেই। তবে সব সময়ই বলেন, ‘ভুলেও আমাকে কপি করার চেষ্টা করিস না।’ কারণ, শেবাগ একজনই!

Share via
Copy link