মোহনীয় আর্জেন্টিনার আগ্রাসনের জাদু

মেসি, মিস্ট্রি, ম্যাজিক – ফুটবলের মাঠ যদি হয় জাদুর মঞ্চ, তাহলে সবচেয়ে রহস্যময়ী জাদুকর লিওনেল মেসি। তাঁর দুই পায়ে লুকিয়ে থাকা রহস্য আরো একবার উন্মোচিত হলো বলিভিয়ার বিপক্ষে। তিন গোল আর দুই অ্যাসিস্ট করেছেন তিনি।

মেসি, মিস্ট্রি, ম্যাজিক – ফুটবলের মাঠ যদি হয় জাদুর মঞ্চ, তাহলে সবচেয়ে রহস্যময়ী জাদুকর লিওনেল মেসি। তাঁর দুই পায়ে লুকিয়ে থাকা রহস্য আরো একবার উন্মোচিত হলো বলিভিয়ার বিপক্ষে। তিন গোল আর দুই অ্যাসিস্ট করেছেন তিনি।

অন্য যে কেউ হলে হয়তো অতিমানবীয় কিংবা অলৌকিক বলে চালিয়ে দেয়া যেত। কিন্তু মানুষটা নিজেই যখন ভিনগ্রহের কেউ তখন এসব বিশেষণ বড্ড সাদামাটা।

আগের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে বৃষ্টির কারণে ঠিকঠাক খেলতেই পারেননি আর্জেন্টিনা। নিন্দুকরা তবু ছাড় দিলো না, তাতেই বোধহয় খানিকটা রুষ্ট হয়েছে তাঁরা। আর সেই ক্ষোভ উগরে দিলেন বেচারা বলিভিয়ার উপরে।

শুরুটা মেসির হাত ধরেই, বিপদজনক জায়গায় বলের দখল পেয়ে লাউতারো মার্টিনেজ পাস বাড়ান অধিনায়কের উদ্দেশ্যে। ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। পরেরবার যেন ঋণ শোধ করলেন মেসি।

গোলরক্ষককে একা পেয়েও পাশে থাকা লাউতারোকে গোলের সুযোগ করে দেন তিনি। চিরচেনা এই দৃশ্য কত শত বার দেখেছে মেসি ভক্তরা সেটার ইয়াত্তা নেই।

বিরতির ঠিক আগে আবারও অ্যাসিস্ট করেন সাবেক বার্সা ফরোয়ার্ড। ফ্রি কিক থেকে সরাসরি বল পাঠান জুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে, দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে এনে দলকে তৃতীয় গোল এনে দেন জুলিয়ান।

চতুর্থ গোল আসে বদলি হিসেবে নামা থিয়াগো আলমাদার পা থেকে। তবে, শেষ মুহূর্তের ঝলকে সব ফোকাস নিয়ে নিয়েছেন ফুটবল জাদুকর নিজেই।

৮৪ আর ৮৬ মিনিটে দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক, প্রতিযোগিতামূলক ম্যাচে বহুদিন পর এমন দিন দেখা গেল। যদিও গত বছর প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

আর্জেন্টিনার কাছে এদিন অসহায় আত্মসমর্পন করা ছাড়া উপায় ছিল না বলিভিয়ার ডিফেন্ডারদের। পাসিং, ড্রিবলিং থেকে শুরু করে বিহাইন্ড দ্য রান – টেন আউট অব টেন পাওয়ার মতই পারফরম্যান্স করেছেন স্বাগতিক ফুটবলাররা।

বুনো হিংস্রতায় প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছেন তাঁরা – কেন আর্জেন্টিনা এতটা অপ্রতিরোধ্য সেটার উত্তরও নতুন করে দিলেন।

Share via
Copy link