ভারতের পরিস্থিতি খুবই ‘গম্ভীর’

মাঠের খেলায় যে কৌশল চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে পারে না, বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পতাকা ওড়াতে পারে না, সেই কৌশলের ধারক-বাহক কেন এতটা নিরঙ্কুশ ক্ষমতার আসনে আসিন হবেন?

অম্ল-মধুর সময়ে এখন ভারতীয় ক্রিকেটে অম্লতাই বেশি। এক দিকে মানসিকতায় ভারত গৌতম গম্ভীরের জমানায় অতীতকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু, সেই একই দলই আবার মাঠের পারফরম্যান্সে বিস্ময়কর সব লজ্জার শিকারও হচ্ছে।

কাঠগড়ায় যথারীতি তাই কোচকেই তোলা হচ্ছে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মাত্রাতিরিক্ত আস্থাভাজন বলেই দল নিয়ে যাচ্ছেতাই করছেন গম্ভীর – এমন বলার লোকের অভাব নেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।

এমনিতে যা চেয়েছেন সবই পেয়েছেন গম্ভীর। তিনি দলে পূর্ণ নিয়ন্ত্রন চেয়েছেন, পেয়েছেন। মনের মত কোচিং সেট আপ চেয়েছেন, নিজের পছন্দের মানুষগুলোকে বসাতে চেয়েছে কোচিং প্যানেলে। সেটাও গম্ভীর পেয়েছেন।

তাঁর রেসিপি মেনেই কোচিং স্টাফদের মধ্যে অভিষেক নায়ার, মরনে মরকেল কিংবা রায়ান টেড ডেসকাটের নিয়োগ হয়েছে। কিন্তু, এর ফলাফল কি?

ফলাফল হল, ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ভারত। দেশের মাটিতে ভারত ৩৬ বছর পর টেস্ট হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। চিন্নাস্বামীতে টেস্ট হেরেছে ১৯ বছর বাদে। দেশের মাটিতে প্রথম বারের মত ৫০ রানের আগে অল আউট হয়ে গেছে, যে দলের অধিনায়ক আবার স্বয়ং বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। কুছ তো গাড়বাড় হ্যায়, দ্যায়া!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবারের মত সবগুলো ম্যাচে অলআউট হয়েছে। ৪৫ বছর পর ওয়ানডের এক পঞ্জিকাবর্ষে এখন অবধি জয় বঞ্চিত আছে ভারত। এক যুগ পর দেশের মাটিতে হেরেছে টেস্ট সিরিজ, সেটাও এমন এক দলের বিপক্ষে যারা ৩৬ বছর আগে শেষবারের মত ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচ জিতেছিল। সেখানেও এক ম্যাচ হাতে রেখে নির্ধারিত হয়ে গেছে সিরিজের ফলাফল।

গৌতম গম্ভীর নি:সন্দেহে দারুণ ট্যাকটিশিয়ান। সেই ট্যাকটিক্সের ঝলক তিনি দেখিয়েছেন আইপিএলে, কিংবা ভারতীয় জাতীয় দলেও। ফ্র্যঞ্চাইজিতে যে কৌশল কাজে দিয়েছে, সেটা ভারতের হয়ে এখনও পুরাদস্তর কাজে দিচ্ছে না। বিশেষ করে লঙ্গার ভার্সনে। সাফল্যহীন কৌশল তো কাঠগড়ায় উঠবেই, আর যেখানে গৌতমের জন্য সকল ব্যবস্থা বিসিসিআই একদম তাঁর মন মেনেই করেছে, তখন সাফল্যের কোনো বিকল্প থাকে কি করে!

মাঠের খেলায় যে কৌশল চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে পারে না, বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পতাকা ওড়াতে পারে না, সেই কৌশলের ধারক-বাহক কেন এতটা নিরঙ্কুশ ক্ষমতার আসনে আসিন হবেন? গম্ভীর কি আদৌ লম্বা দৌঁড়ে ভারতের বীরত্বের প্রতীক হতে পারবেন? – বর্তমান পরিসংখ্যানে ভবিষ্যৎকে অন্ধকারই বলতে হচ্ছে।

 

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link