রুতুরাজ বনাম জাদেজা, দ্য গ্রেট চেন্নাইয়ান দ্বৈরথ

চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রিয়পাত্র রবীন্দ্র জাদেজা। যদিও, নেতৃত্বে একেবারেই ব্যর্থ জাড্ডু। এখানেই কিছুটা হলেও চেন্নাইয়ের সাথে বিরোধ খোদ ধোনির।

চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রিয়পাত্র রবীন্দ্র জাদেজা। যদিও, নেতৃত্বে একেবারেই ব্যর্থ জাড্ডু। এখানেই কিছুটা হলেও চেন্নাইয়ের সাথে বিরোধ খোদ ধোনির। কারণ, জাদেজার চেয়ে দিনে দিনে চেন্নাইয়ের ‘কাছের মানুষ’ হয়ে উঠছেন রুতুরাজ গায়কড়।

গেল মৌসুম শুরুর আগে সিএসকে দায়িত্ব দেয় তরুণ রুতুরাজের হাতে। দল খুব খারাপ চালাননি রুতুরাজ। অধিনায়ক হিসেবেও নজর কেড়েছেন রুতুরাজ। তাঁকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ভাবছে চেন্নাই। স্বাভাবিক ভাবেই তাই প্লেয়ার রিটেনশনে দলের অধিনায়কই হবেন চেন্নাইয়ের প্রথম পছন্দ।

যদিও, ধোনি ভাবছেন ভিন্নভাবে। তাঁর মতে, রুতুরাজ নয় – দল গঠনে চেন্নাইয়ের প্রথম পছন্দ হওয়া উচিৎ জাদেজা। প্লেয়ার্স রিটেনশনের নিয়ম অনুযায়ী, প্রথম দু’জনের ক্ষেত্রে পারিশ্রমিক হতে পারবে মোট ৩২ কোটি রুপি। এখানে ধোনি জাদেজাকে ১৮ কোটি আর রুতুরাজকে ১৪ কোটি দেওয়ার পক্ষে।

অন্যদিকে, চেন্নাই চায় দু’জনকে সমান সমান ১৬ কোটি রুপি করে দিতে চায়। দুই পক্ষের চিন্তার ফাড়াকটা এখানেই। ধোনির রুচিকে এড়িয়ে যেতে কোনো ভাবেই চাইবে না চেন্নাই। অন্যদিকে, অধিনায়ক ও পারফর্মার হিসেবে রুতুরাজ সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার দাবি জানাতেই পারেন।

চেন্নাইয়ের পছন্দের ‍তৃতীয় ক্রিকেটার হবেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। চেন্নাইয়ের হয়ে খেলেই আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হয়েছেন তিনি। খোদ ধোনি তাঁকে তুলে এনেছেন। পাথিরানাকে রেখে দেওয়ার ক্ষেত্রেও ধোনির ইনসাইট বড় ভূমিকা রেখেছে। পাথিরানা ১১ কোটি টাকা পাবেন। প্লেয়ার রিটেনশনে চেন্নাইয়ের বাকি দুই পছন্দ হতে যাচ্ছেন শিভাম দুবে ও ডেভন কনওয়ে।

তরুণ পেসার সিমারজিৎ সিংও আছেন ভাবনায়, বিশেষ করে ভবিষ্যতের কথা মাথায় রেখে। অন্যদিকে, আনক্যাপড প্লেয়ার হিসেবে ধোনি তো থাকবেন। অধিনায়ক যেই থাকুন, দল যে ধোনিই চালাবেন সেটা তো বোধকরি বলে না দিলেও চলে।

Share via
Copy link