আইপিএল ২০২৫ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ হতে যাওয়া নিলামে, এখন অব্ধি ১৫৭৪ জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর মধ্যে ভারতীয় ১১৬৫ জন, বিদেশী ৪০৯ জন। সহযোগী দেশেরও ৩০ জন খেলোয়াড়ের নাম আছে এই তালিকায়, সবচেয়ে বেশি খেলোয়াড়ের নাম এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৯১) ও অস্ট্রেলিয়া (৭৬) থেকে।সম্প্রতি রিটেনশন লিস্ট প্রকাশ করেছে সব দল, যার ফলে নিলামে সব মিলিয়ে ২০৪ জন (৭০ বিদেশি) কে দলে ভেড়াতে পারবে দশটি দল। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড়কে স্কোয়াডে রাখতে পারবে।
মাত্র দুইজন আনক্যাপড খেলোয়াড়কে রিটেইন করেছে পাঞ্জাব কিংস। ৪টি আরটিএম সুযোগ হাতে রেখে সর্বোচ্চ ১১০.৫ কোটি বাজেট নিয়ে নিলামে আসবে দলটি। আর নিলাম ঘরে সবচেয়ে কম বাজেট নিয়ে বসতে চলেছে রাজস্থান রয়্যালস। তাদের ঝুলিতে আছে মাত্র ৪১ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস এখন অব্ধি ৫ জন কে রিটেইন করে খরচ করেছে ৬৫ কোটি রুপি, বাকি আছে ৫৫ কোটি রুপি। চেন্নাইকে কিনতে হবে ২০ খেলোয়াড়। ৭ জন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনে। দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে আছে ৭৩ কোটি রুপি, স্কোয়াড পূর্ণ করতে তাদের ২১ জন খেলোয়াড় প্রয়োজন। বিদেশি কোটা আছে ৭টি।
গুজরাট টাইটান্সের খালি আছে ২০ টি স্থান, বিদেশি কোটা তাদেরও ৭ জনের বাকি। ৬ জন খেলোয়াড়কে রেখে দিয়ে খরচ করে ফেলেছে ৬৯ কোটি টাকা, বাকি আছে মাত্র ৫১ কোটি টাকা। ঠিক উল্টো চিত্র লখনৌ সুপার জায়ান্টসের- খরচ করেছে ৫১ কোটি বাকি আছে ৬৯ কোটি।
সব তারকাদেরই দলে রেখে দেওয়ায় মুম্বাইয়ের খরচ ইতোমধ্যে ৭৫ কোটি রুপি। বাকি মাত্র ৪৫ কোটি রুপি দিয়ে তাদের কিনতে হবে ২০ জন খেলোয়াড়কে। কখনই কাপ না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর বাকি আছে ৮৩ কোটি রুপি। এবার ব্যাঙ্গালুরু কি অর্থের সঠিক ব্যবহারে শিরোপা খরা ঘোচাতে পারে কি-না সেটাই দেখার বিষয়।
সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে ৪৫ কোটি। বর্তমান চ্যাম্পিয়ান কলকাতা তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিলেও রেখে দিয়েছে ৬ জন খেলোয়াড়কে। তাতেই খরচ হয়ে গেছে ৬৯ কোটি, বাকি ১৯ জন খেলোয়াড়সহ, অধিনায়কের অভাব কিভাবে পূরণ করবে কলকাতা সেটিই এখন কৌতুহল বাড়াচ্ছে।
তাই এবারের নিলামটি হবে বেশ জমজমাট, সবার চোখ তাই থাকবে অর্থের ঝনঝনানিতে।