আর্জন্টিনার ইনফ্লুয়েন্সার যখন পেশাদার ফুটবলার

বেশি না মাত্র ৫০ সেকেন্ডের সেই মার্কেটিং স্ট্যান্ট, বিরূপ সমালোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার ফুটবল মহলে। 

একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে আর্জেন্টিনায়। মার্কেটিং স্ট্যান্ট হিসেবে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খেলতে নেমেছেন পেশাদার ফুটবল। বেশি না মাত্র ৫০ সেকেন্ডের সেই মার্কেটিং স্ট্যান্ট, বিরূপ সমালোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার ফুটবল মহলে।

ঘটনাটা ঘটেছে আর্জেন্টিনার লিগ ওয়ানে। আর্জেন্টিনার ক্লাব ডেপোর্টিভো রিয়েস্ট্রা ২৪ বছর বয়সী একজন ইনফ্লুয়েন্সারকে নামিয়েছিল মাঠে। ইভান বুহাজেরুক নামক সেই ইনফ্লুয়েন্সারের ইউটিউব সাবসক্রাইবার রয়েছে প্রায় ৮০ লাখ। অন্যদিকে, ইন্সটাগ্রামে তাকে ফলো করেন আরও ৫০ লাখ মানুষ।

ডেপোর্টিভো রিয়েস্ট্রা ক্লাবের মালিক রীতিমত জোর করে খেলিয়েছেন বুহাজেরুককে। কেননা ক্লাবের মালিক ভিক্টর স্টিনফেল একটা এনার্জি ড্রিংক কোম্পানিরও মালিক। আর সেই এনার্জি ড্রিংক প্রতিষ্ঠান ক্লাবেরও মূল পৃষ্ঠপোষক। সেই এনার্জি ড্রিংকের মার্কেটিংয়ের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করে ক্লাবটি।

যদিও ইভান বুহাজেরুকের এর আগে পেশাদর ফুটবলের কোন অভিজ্ঞতা ছিল না। রিয়েস্ট্রা অবশ্য গেল ফেব্রুয়ারিতেই তাকে পেশাদার ফুটবলের মাঠে নামানোর প্রস্তুতি শুরু করে দেয়। প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে তারা বুহাজেরুকের সাথে চুক্তিও করে।

যদিও এমন মার্কেটিং স্ট্যান্টের পক্ষে ছিলেন না ক্লাবটির কোচ ক্রিস্টিয়ান ফ্যাবিয়ানি। চুক্তির বরখেলাপ হওয়ার চাপে তিনি বাধ্য হয়েই বুহাজেরুককে খেলতে নামিয়েছিলেন। অবশ্য এই বিষয়ে আগেভাগেই প্রতিপক্ষ কোচকে অবহিত করে রেখেছিলেন ফ্যাবিয়ানি।

যদিও ঘটনাটি নিতান্ত এক হাস্যরসাত্মক ঘটনা হিসেবে পরিসমাপ্তি পেতে পারত। কিন্তু ইতোমধ্যে তা আর্জেন্টিনার ফুটবল পাড়ায় সোরগোল ফেলে দিয়েছে। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হুয়ান সেবাস্তিয়ান ভেরন বেজায় চটেছেন। তিনি লিখেছেন, ‘আজ যেটা হয়েছে সেটা ছিল ফুটবলের প্রতি শ্রদ্ধার অভাব, এটা সমাজের জন্য ও কঠিন চেষ্টা চালিয়ে যাওয়া বাচ্চাদের জন্য ভুল বার্তা।’

Share via
Copy link