দ্য রাইজ অব শেবাগ জুনিয়র, তিন রান ও একটি ফেরারির আক্ষেপ

দুর্দান্ত ইনিংস খেলার পরও আর্যবীর মোটে ২৩ রানের জন্য ফেরারি মিস করেছেন। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে করা সেই ঐতিহাসিক ৩১৯ রানের ইনিংস খেলেন শেবাগ।

বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। কুচ বিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে আর্যবীর দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইনিংস থেমেছে ২৯৭ রানে গিয়ে। ঠিক যেন সেই ভয়ডরহীন শেবাগ সিনিয়রের প্রত্যাবর্তন।

ডানহাতি এই ব্যাটসম্যান ইনিংস ওপেন করে অর্ণব বুগ্গার সঙ্গে। দিল্লির এই জুটি তাঁদের দলকে স্বপ্নের সূচনা এনে দেয়। প্রথম উইকেটে তারা ১৮০ রান যোগ করে। অর্ণব ১০৮ বলে ১১৪ রান করে বোল্ড হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে।

অন্যদিকে আর্যবীর মেঘালয়ের বোলারদের মাঠে ধাতস্ত করতে থাকেন। দ্বিতীয় দিন শেষে তাঁর একান্ত স্কোর গিয়ে দাড়ায় ২২৯ বলে ২০০ রান। তার ইনিংসে তখন পর্যন্ত ৩৪ টি চার এবং দু’টি ছক্কা ছিল। তৃতীয় দিনে সে তার স্কোরকে ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যেতে পারত।

তবে, আর্যবীর তাঁর আশা পূরণ করতে পারেননি। তিনি মাত্র তিন রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে ব্যর্থ হন। আর্যবীর ৩০৯ বলে ২৯৭ রান করেছেন, যেখানে ছিল তিনটি ছক্কা ও ৫১ টি চার।

এমন দুর্দান্ত ইনিংস খেলার পরও আর্যবীর মোটে ২৩ রানের জন্য ফেরারি মিস করেছেন। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে করা সেই ঐতিহাসিক ৩১৯ রানের ইনিংস খেলেন শেবাগ। সেই ম্যাজিকাল ফিগার ছুঁতে পারলেই ছেলেকে ফেরারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেবাগ সিনিয়র।

আর্যবীর খুব কাছে গিয়ে থেমে গেছেন। তিনি বলেন, ‘আমার ছেলেরা জানে যে আমি টেস্ট ক্রিকেটে বড় কিছু ইনিংস খেলেছি। তাই তাদের বলেছি, স্কুল ক্রিকেটে হলেও ৩১৯ রানের রেকর্ড ভাঙতে পারলে আমি তোমাকে একটি ফেরারি উপহার দেব।’

আর্যবীর ফেরারি না জিতলেও বাবার মন ঠিকই জিতে নিয়েছেন। শেবাগ বলেন, ‘এভাবেই উজ্জীবিত রাখো নিজেকে। আশা করি আরও অনেক সেঞ্চুরি, ডাবল এবং ট্রিপল সেঞ্চুরি করবে।’

Share via
Copy link