১৩ গুণ বেশি দাম পাওয়া কে এই প্রিয়ানশ?

তাকে নিয়ে মোট চারটি ফ্রাঞ্চাইজি লড়াই চালিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন প্রিয়ানশের এত কদর?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নামিদামি খেলোয়াড়রা বাগিয়েছেন বিপুল অংকের অর্থ। কিন্তু কিছু বেনামী ক্রিকেটারদের পেছনেও অর্থের ঝুলি নিয়ে দৌড়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তাদেরই একজন প্রিয়ানশ আরিয়া। নিজের ভিত্তিমূল্যের চাইতেও প্রায় ১৩ গুণ বেশি অর্থ বাগিয়ে নিয়েছেন প্রিয়ানশ।

তাকে নিয়ে মোট চারটি ফ্রাঞ্চাইজি লড়াই চালিয়েছে। দিল্লী ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। সবাইকে পেছনে ফেলে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। ৩ কোটি ৮০ লাখ রুপিতে প্রিয়াংশকে নিজেদের করে নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন প্রিয়ানশের এত কদর?

দিল্লির ক্রিকেটার প্রিয়ানশ ইতোমধ্যে মারকাটারি ব্যাটিংয়ের জন্যে নাম কুড়িয়েছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে আয়োজিত হয়েছে দিল্লী প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেখানে চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন প্রিয়াংশ। দুইটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে।

এছাড়াও আইপিএলের নিলামের আগে চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রিয়ানশ। উত্তর প্রদেশের বিপক্ষে মাত্র ৪৩ বলে ১০২ রানের দূর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি। এসব কিছুই প্রভাবিত করেছে তার চড়া দামকে।

২০০১ সালে জন্ম নেওয়া প্রিয়াংশ, ২০২১ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পদার্পণ করেন। লিস্ট এ ক্রিকেট খেলা শুরু করেন ২০২৩ সালে। ঘরোয়া টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেটে ১৬৭.২। ব্যাটিং গড়টাও চমকপ্রদ, ৩২.৩৬। ঠিক এ কারণেই টপ অর্ডার এই ব্যাটারের এত কদর।

বয়সটা সবে মাত্র ২৩ এর ঘরে। এখনও একটা লম্বা সময় বাকি। তার পেছনে একপ্রকার বিনিয়োগই করল পাঞ্জাব কিংস। নিশ্চয়ই তারা প্রত্যাশা করবে বিনিয়োগের দ্বিগুণ প্রিয়ানশ ফিরিয়ে দেবেন তাদের। তবে এমন তুলকালাম কাণ্ডের পর প্রত্যাশার চাপে হারিয়ে যাওয়ার গল্পও তো রয়েছে অনেক।

Share via
Copy link