ক্যারিবিয়ান ক্যালিপসো। বল হাতে উদ্দাম বাংলাদেশের পেসার। না, বিশ্বকাপের গল্প নয়। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। নতুন বলে হিট, স্লগ ওভারেও ফিট – সব মিলিয়ে গ্লোবাল সুপার লিগে তানজিম হাসান সাকিবের অভিষেকটা হল স্মরণীয়। তিন ওভার দুই বল বোলিং করে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
তানজিমদের বোলিংয়ের সামনে টিকতেই পারেনি লাহোর কালান্দার্স। মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়। এক প্রান্ত আগলে রেখে টম আবেল ৪৫ বলে করেন ৪৮ রান।
প্রথমবারের মত ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আক্রমণে এসেই উইকেট পান তানজিম সাকিব। লাহোরের বুকে প্রথম আঘাতটাও তিনিই হানেন। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মীর্জা বেগকে।
তানজিমের চেয়েও ভয়ঙ্কর ছিলেন এদিন ডোয়াইন প্রিটোরিয়াস। প্রোটিয়া এই পেসার চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে নেন চারটি উইকেট। লাহোরের শেষ উইকেটটিও নেন সাকিব।
জবাব দিতে নেমে আসলে কোনো বাঁধার সম্মখীন হতে হয়নি স্বাগতিক গায়ানাকে। দুই ওভার বাকি থাকতেই তাঁরা পৌঁছে যায় জয়ের বন্দরে। শাই হোপের ৪৫ রানের বড় অবদান ছিল এখানে। অন্যদিকে, কিমো পল ১৩ বলে ২৭ রান করে জয়ের পথটা আরও সহজ করেন।
ক্রিকেটের অধুনা সংযোজন গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির পর্দা উঠেছে সদ্যই। প্রথম আসরে রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স ছাড়াও আরও তিনটি দল অংশ নিচ্ছে। দলগুলো হল – ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দল। আর এখানে শুরুটাই স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব।