নিলামে ভারতীয় প্রোডাক্টেই ভরসা দিল্লীর

তবে টাকার ঝনঝনানির নিলামের দ্বিতীয় দিনটা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে দলটি। স্বল্প খরচে কিনেছে বেশ কিছু দেশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়কে। দিল্লির কেনা ছয় সম্ভাবনাময়ী ভারতীয়কে নিয়ে আমাদের এবারের আয়োজন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ নিলামে চমক রেখেছে দিল্লী ক্যাপিটালস। মারকিউ তালিকা থেকে লোকেশ রাহুলকে মাত্র ১৪ কোটিতে কিনে সব আর্কষন কেড়ে নিয়েছে দলটি। দু’দিনের নিলাম মহাযজ্ঞে অজি গতিদানব মিশেল স্টার্ক, ইংলিশ হ্যারি ব্রুকদের মত বিদেশী তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। অভিজ্ঞতা আর তারুণ্যর যুগলবন্দীতে যেন প্রায় নিখুঁত দলই সাজিয়েছে এবার তারা।

তবে টাকার ঝনঝনানির নিলামের দ্বিতীয় দিনটা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে দলটি। স্বল্প খরচে কিনেছে বেশ কিছু দেশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়কে। দিল্লীর কেনা ছয় সম্ভাবনাময় ভারতীয়কে নিয়েই খেলা ৭১-এর এবারের আয়োজন।

  • অজয় মন্ডল (অলরাউন্ডার)

২৮ বছর বয়সী অজয় মন্ডলের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৬ সালে। ছত্তিশগড়ের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৮২২ রান ও ১২৪ উইকেট আছে তার নামের পাশে। বাঁহাতি ব্যাটার অজয়ের রঞ্জিতে আছে অপরাজিত ২৪১ রানের ইনিংস, অর্থোডক্স স্পিনটাও বেশ ভালোই করেন তিনি। বেস্ট ফিগার সাত রানে সাত উইকেট।এছাড়াও লিস্টে এ ক্রিকেট বা টি-টোয়েন্টি সবখানেই সমানতালে পারফর্ম করে যাচ্ছেন তিনি।

গত সিজনে চেন্নাই সুপার কিংস তাকে দলে ভেড়ালেও, একটি ম্যাচ খেলারও সুযোগ হয় নি তার। তবে এবার নিলামের আগে রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে সাত বা আট নম্বরে নেমে তাণ্ডব চালিয়েছেন তিনি। নামের পাশে আছে বেশ কয়েকটি অর্ধশতক। ধারাবাহিক ভালো ব্যাটে বলে ঝড় তোলা অজয়কে তাই মাত্র ৩০ লাখ রুপিতে কিনে ‘পানির দামে শরবত’ই হয়ত পেয়েছে দিল্লী।

  •   দর্শন নালকান্ডে (বোলার)

আইপিএলে আগেও গুজরাট টাইটান্স আর পাঞ্জাব কিংসের ডেরায় ছিলেন তিনি। খেলেছেন ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এশিয়া কাপও। ছয়টা আইপিএল ম্যাচের সাথে আছে ৬টা রঞ্জি ট্রফি খেলার অভিজ্ঞতা।

লিস্ট এ ক্রিকেটে ২৯ ম্যাচে ৪৯ উইকেট আর টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচে আছে ৭৩ উইকেট আছে তার ঝুলিতে। তাকেও ৩০ লাখ রুপিতেই দলে টেনেছে দিল্লি।

  • ত্রিপূর্না বিজয় (অলরাউন্ডার)

অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া বিজয়ের ২০২২ সালেই রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তাদের হয়ে মাঠে নেমেই। প্রথম শ্রেনির ক্রিকেটে ৭ ম্যাচে ১৬ উইকেট আর ১৫০ রান করেছেন তিনি।

এ বছরেই মুশতাক আলী টুর্নামেন্টে নাগাল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন আট রানে ৪ উইকেট। ছয়টি করে লিস্ট এ আর টি-টোয়ান্টি খেলা বিজয়ের ঝুলিতে আছে ৫৪ রান আর ১৩ উইকেট। তাকেও ৩০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি।

  •   মানভান্ত কুমার (অলরাউন্ডার)

২০ বছর বয়সী মানভান্ত আলোচনায় চলে আসেন মাত্র ১২ বছর বয়সেই। এরপর থেকেই ঘরোয়া ক্রিকেটে নিজের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি।

কর্ণাটক মহারাজা ট্রফিতে ২০২৩ এবং ২০২৪ মৌসুমে নিয়েছেন যথাক্রমে ২২ ও ১৬ উইকেট। তার আগের সিজনে ছিলেন সবোর্চ্চ উইকেট শিকারীও। যদিও কর্ণাটক রাজ্যে দলে এখনও জায়গা পাননি তিনি, তবে ইতিমধ্যেই আলোড়ন তুলে দিল্লির নজরে এসে নিলামে বাগিয়ে নিলেন ৩০ লাখ রুপি

  • মাধব তিওয়ারি (অলরাউন্ডার)

আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে মাধবকে কিনে সবাইকে বেশ চমকে দিয়েছে দিল্লি। ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুনদের একজন তিনি। তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও।

২১ বছরের মাধব পাওয়ার হিটিংটা জানেন বেশ ভালো, গত বছর থেকেই শিরোনামে আছেন তার পেস দাপটের জন্য। আইপিএলেও তাই তার দাম উঠেছে ৪০ লাখ রুপি।

  • ভিপরাজ নিগাম (অলরাউন্ডার)

মাত্র ২০ বছর বয়সেই প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয়ে গেছে তার। এবছরের অক্টোবর মাসে অভিষেক হওয়া ভিপরাজ উত্তর প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে নিয়েছেন ১৩ উইকেট।

এছাড়া উত্তর প্রদেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আলো ছড়িয়েছেন তিনি। তারই ফলস্বরূপ পেলেন আইপিএলে দল, দিল্লী তাকে কিনেছে ৫০ লাখ রুপিতে।

Share via
Copy link