ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নজর কাড়েননি তিনি। ছিলেন অবিক্রিত। তবে, আইপিএলই যে শেষ কথা নয় প্রমাণ করে দিলেন গুজরাটের উর্ভিল মুকেশ প্যাটেল।
খোদ ভারতের ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি মালিক এখন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি সেঞ্চুরি করেছেন মোটে ২৮ বলে।
২০১৮ সালে এই টুর্নামেন্টেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন এবারের আইপিএলের হট কেক ঋষাভ পান্ত। হিমাচল প্রদেশের বিপক্ষে দিল্লীর হয়ে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিটি।
ঋষাভ পান্তের রেকর্ড চার বলের ব্যবধানে ভাঙলেন উর্ভিল। নিলামে পান্ত ২৭ কোটি রুপি পেলেন, আর উর্ভিল থেকে গেলেন অবিক্রিত। অথচ, গতবার ছিলেন গুজরাট টাইটান্স দলে।
আক্ষেপ করতেই পারেন উর্ভিল। আর এমন নয় যে, তিনি ভারতের ক্রিকেটে নতুন। এমনকি এই জাতীয় ঝড়ো ইনিংসও তাঁর জন্য নতুন কিছু নয়।
ঠিক এক বছর আগের এই দিনেই তিনি বিজয় হাজারে ট্রফির ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। তবে, এবারকার ঝড় আগের যে কোনো কিছুকেই ছাপিয়ে গেল।
ত্রিপুরার বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল গুজরাট। সেখানে ১৫ বলেই হাফ সেঞ্চুরি করেন উর্ভিল। অপরাজিত থাকেন ১১৩ রানে।
গুজরাট মাত্র ১০.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। উর্ভিলের ৩৫ বলের ঝড়ের সামনে যেন কোনো জবাবই ছিল না ত্রিপুরার বোলারদের। এক ডজন ছক্কা ও সাতটি বাউন্ডারি হাকান উর্ভিল।
তবে, একটা আক্ষেপ থাকছেই। সেঞ্চুরি করতে আর একটা মাত্র কম বল খেললেই এটা টি-টোয়েন্টির ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি বনে যেত। ছাড়িয়ে যেতে পারতেন এস্তোনিয়ার সাহিল চৌহানকে।
তবে, উর্ভিল টপকে গেছেন খোদ ক্রিস গেইলকে। এই অর্জনও বা কম কিসে, তাতে আক্ষেপও খানিকটা বাড়ল – সব ঝড়ের শেষে কি আর আইপিএল লেখা থাকে!