ভাগ্যিস সিলেট স্ট্রাইকারর্সে নাহিদ রানা নেই। তাইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও দেখা মিললো চিরচেনা এলেক্স হেলস ঝড়। ২০৫ রানের বিশাল টার্গেটের বিপরীতে, ব্যাট হাতে এদিনও ব্যাট হাতে তাণ্ডব চালান হেলস।
আগের ম্যাচে ৪৯ রানে অপরাজিত থাকলেও, এতদিন ঠিকই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবারের বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। সপ্তম ব্যটার হিসাবে বিপিএলে একাধিক সেঞ্চুরির মালিক বনে গেলেন এলেক্স হেলস।
আন্তজার্তিক ক্রিকেটে ঝড় তোলা হেলসের বয়সটা, বেলা গড়িয়ে গড়িয়ে পেরিয়ে গেছে ৩৬ এর কোঠা। কিন্তু কি অনায়াসেই আজও ফ্রাঞ্চাইজি লিগ গুলো দাপিয়ে বেড়ান তিনি। বিপিএলেই ১৬ ইনিংসে চার ফিফটি আর দুই সেঞ্চুরিতে ৫০০ এর উপরে রান আছে তার। এর আগে আবুধাবি টি-টেন লিগেও ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।
শুরুতেই ওপেনিংয়ের সঙ্গী আজিজুল হাকিম তামিমকে হারালেও দলকে চাপে পড়তে দেননি তিনি। সাইফ হাসানকে নিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ২০০ এর উপরের টার্গেটটা মামুলিই বানিয়ে ফেললেন তিনি।
তানজিম হাসান সাকিব, আল আমিন হোসেন, রিচ টপলিদের বলগুলো কচুকাটা করে পার করেছেন সীমানার বাইরে। ৫৬ বলে রান করেছেন ১১৩। যাতে ছিল ১০টি বাউন্ডারি আর ছয়টি ওভার বাউন্ডারির মার।
সম্প্রতিই গনমাধ্যমে মজা করে বলেছিলেন, ‘না, আমার নাহিদ রানার গতির বল খেলার বয়সটা আর নেই। নেটে শুধু থ্রোয়ার বল দিয়ে প্র্যাক্টিস করি।’ অথচ কথায় আর কাজে কি অদ্ভুত গড়মিল! দেশি-বিদেশী কোনো পেসারই পাত্তা পাননি এদিন হেলসের ব্যাটিং তাণ্ডবের সামনে।
আজও যেন ঝড়ো গতিতেই রান তুলে যাচ্ছেন হেলস। বিপিএলের সিলেট আসরের পর্দা উঠলো হেলসের ঝড়ো ব্যাটিং দ্যুতি দিয়েই। বর্ষীয়ান তারকার বিনোদনে মুগ্ধ দেশের ক্রিকেট প্রেমিরাও।