গতির ঝড় তুলে নিজেকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেলেন। শ্রেষ্ঠত্বে ওঠার লড়াইয়ে নাহিদ রানা এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ড্রাফট থেকে তাঁকে কিনে নিয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানা পাচ্ছেন ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মূল্যমানে প্রায় ৬০ লাখ টাকা।
নাহিদ রানা কি জিনিস সেটা হাড়েহাড়েই চেনে পাকিস্তান। বিশেষ করে বাবর আজমের তাঁকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। রাওয়ালপিন্ডিতে তো এই বাবর-রিজওয়ানদেরই বারবার নাকানি চুবানি খাইয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার।
পিএসএল ড্রাফটে বাবর আজম আর তাই ঝুঁকি নিতে চাইলেন না। নাহিদ রানাকে তিনি নিজের দলেই নিয়ে ফেলেছেন। আসছে পিএসএল সব কিছু ঠিকঠাক থাকলে নাহিদ রানা খেলবেন বাবর আজমের হয়ে। যাক, বাবর নিশ্চয়ই হাফ ছেড়ে বাঁচলেন।
গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব নাহিদ রানার। নিয়মিত ১৪৫ থেকে ১৫২-৫৩ গতিতে তিনি নিয়মিত বোলিং করেন। বিশ্বের সেরা সব ব্যাটাররা নাহিদ রানার এই গতির আগুনে পুড়েছে। সবচেয়ে বেশি পুড়েছে ওই বাবর আজমের দলই। ফলে, তাকে কি করে ভুলে থাকতে পারে পিএসএল।
গোল্ড ক্যাটাগরিতে নিজেদের লাস্ট পিক নিতে দেরি করেনি পেশোয়ার। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করে, ‘ফ্রম বাংলাদেশ, স্পিডস্টার নাহিদ রানা গো’ওস টু পেশোয়ার জালমি!’
পিএসএল মাঠে গড়াবে আসন্ন এপ্রিলে। সেখানে নাহিদ রানার অংশগ্রহণ নির্ভর করবে কয়েকটা বিষয়ের ওপর। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি বা অনাপত্তিপত্র পেলে তবেই সেখানে খেলতে যেতে পারবেন নাহিদ রান। এছাড়া এখন তিনি বাংলাদেশের হয়ে সব ফরম্যাটিই খেলেন, তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টাও নিশ্চয়ই মাথায় রাখবে বিসিবি।