লা লিগায় বার্সেলোনার দুর্দশা থামবে কবে?

একটা সময় তো লা লিগাতে টেবিল টপার ছিল দলটা। কিন্তু সেটা আর ধরে রাখা গেলো কই, ম্যাতের পর ম্যাচ পয়েন্ট খুইয়ে যাচ্ছে তাঁরা। সবমিলিয়ে ২০ ম্যাচ শেষ তাঁদের অর্জন ৩৯ পয়েন্ট, ২০০৪ সালের পর থেকে কেবল ২০২১ সালেই মৌসুমের মাঝামাঝি এসে এর চেয়ে কম পয়েন্ট ছিল তাঁদের নামের পাশে। 

রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলে উড়িয়ে দেয়ার স্মৃতি এখনও বার্সেলোনা সমর্থকদের হৃদয়ে তাজা আছে নিশ্চয়ই। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তবেই তো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল দলটা; পরের ম্যাচেই আবার রিয়াল বেতিসকে পাঁচ গোল খাইয়েছে – সবমিলিয়ে গোল মেশিন হয়ে উঠেছিল তাঁরা।

কিন্তু লা লিগায় ফিরতেই এলোমেলো হয়ে গিয়েছে বার্সা, সব দাপট ভুলে আত্মসমর্পণ করেছে নিরুপায় কোন যোদ্ধার মতই। সেজন্যই স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রে তে দলটা তরতর করে উপরে উঠলেও লা লিগায় হেঁটেছে অধঃপতনের দিকে।

সবশেষ ম্যাচেই তুলনামূলক দুর্বল গেতাফেকে হারাতে পারলো না পেদ্রি, ইয়ামালরা। অথচ পয়েন্ট টেবিলে গেতাফে ছিলেন তেরো নম্বরে, অন্যদিকে, তাঁরা নিজেরা আছে তিন নম্বরে। তবে আশা জাগিয়েছিলেন জুলস কুন্দে। পেদ্রির দুর্দান্ত একটা পাস এবং তাঁর রান মেকিং – দুইয়ে মিলে মাত্র নয় মিনিটের মধ্যে গোল পায় সুপার কাপ চ্যাম্পিয়নরা। কিন্তু পরে জয় জুটলো কই আর?

বিরতিতে যাওয়ার অনেক আগেই এদিন স্বাগতিকরা সমতায় ফিরে আসে। মাউরো আরামবারী একেবারে কাছ থেকে বল জালে পাঠান। অবশ্য ম্যাচের বাকি সময় দু’দল চেষ্টা করেছে জয়সূচক গোল করার কিন্তু কেউই সফল হতে পারেনি। এর ফলে আরো একটা ম্যাচে মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে বার্সেলোনার ফুটবলারদের।

এ নিয়ে টানা চার ম্যাচ পয়েন্ট হারিয়েছে কাতালান জায়ান্টরা, অথচ একটা সময় তো লা লিগাতে টেবিল টপার ছিল দলটা। কিন্তু সেটা আর ধরে রাখা গেলো কই, ম্যাতের পর ম্যাচ পয়েন্ট খুইয়ে যাচ্ছে তাঁরা। সবমিলিয়ে ২০ ম্যাচ শেষ তাঁদের অর্জন ৩৯ পয়েন্ট, ২০০৪ সালের পর থেকে কেবল ২০২১ সালেই মৌসুমের মাঝামাঝি এসে এর চেয়ে কম পয়েন্ট ছিল তাঁদের নামের পাশে।

গত বছরের নভেম্বরে শুরু, রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর থেকে আর ছন্দে ফিরতে পারেনি বার্সেলোনা। শিরোপার সম্ভাবনা ইতোমধ্যে ক্ষীণ হয়ে গিয়েছে তাঁদের, তবু সমর্থকদের আশা আবারো ঘুরে দাঁড়াবে স্বপ্নের ক্লাব – আসলেই কি দাঁড়াবে?

Share via
Copy link