ব্যাটিং অ্যাপ্রোচে দিন বদলের গান গাইল মাহিদুল ইসলাম অংকনের ব্যাট। আর সেই ব্যাটে দুর্দান্ত এক ফিনিশ আঁকা হয়ে গেল খুলনা টাইগার্সের নামে। ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আর সেই ইনিংসে ভর করেই রানের পাহাড়ে উঠল খুলনা।
প্রচলিত পাওয়ার হিটার অংকন কোনোদিনও ছিলেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে তিনি আলোচনায় এসেছিলেন। যদিও, সেই আলোচনা ছিল তাঁর অ্যাংকরিং রোলকে কেন্দ্র করে। তবে, এবার সেই অ্যাপ্রোচ পাল্টে অন্য একজন হয়ে উঠেছেন অংকন। এনসিএল টি-টোয়েন্টিতে তেমন কিছু করতে না পারলেও বিপিএলে তিনি অন্য মানব।
এই অংকন ভয়ডরহীন। তিনি ব্যাট করতে নামেনই বলটাকে বাউন্ডারির বাইরে পাঠানোর শপথ নিয়ে। নিজের ব্যাটিংয়ের রয়ে সয়ে থাকার চরিত্রটাই আমূল বদলে ফেলেছেন তিনি। যত দিন যাচ্ছে, পরিপূর্ণ একজন ফিনিশারই হয়ে উঠছেন তিনি।
১২ টা বল মাত্র ক্রিজে থেকে ছক্কাই হাকিয়েছেন চারটা। ১৮ তম ওভারের পঞ্চম বলে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন অংকন। দলের রান তখন ১৭৩। এরপর ১৩ বল থেকে খুলনা রান করে ৩৬ টি, যার মধ্যে অংকরে অবদানই ৩০। ১৩ বলের মধ্যে হাফ সেঞ্চুরিয়ান উইলিয়াম বোশিষ্ট খেলতে পেরেছেন মাত্র একটা।
অংকনের টেস্ট অভিষেক হয়ে গেছে। যদিও, সেটা ভুলে যেতে পারলেই সম্ভবত বেঁচে যান অংকন। অপরিণত অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকে অভিষেক হয়ে যায় তাঁর। তবে, সাদা পোশাকের চেয়ে এই সময়ে ২০ ওভারের ক্রিকেটেই বেশি সরব অংকন। অংকেন এই আঁকিবুকি চলুক লম্বা সময় ধরে।