মালানের সাথে ঝামেলা নেই তামিমের

তামিম ইকবালের সাথে নয়, মাঠে ডেভিড মালানের সাথে তর্কাতর্কি হয় প্রতিপক্ষ ক্রিকেটারের।

তামিম ইকবালের সাথে নয়, মাঠে ডেভিড মালানের সাথে তর্কাতর্কি হয় প্রতিপক্ষ ক্রিকেটারের। বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্কার করলেন খোদ তামিম।

ফরচুন বরিশালের অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

ফরচুন বরিশালের এই দুই ওপেনারের মধ্যে ভুল বোঝাবুঝি হয় চট্টগ্রাম কিংসের বিপক্ষে। যার ফলশ্রুতিতে রান আউট হন তামিম।

মালান তখনই ‘সরি’ বলে দেন তামিমকে। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম। মাঠের মধ্যেই তখন লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর সাথে গোল বাঁধে মালানের। কারণ জানা না গেলেও দু’জনের মধ্যকার তর্কাতর্কি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে।

অবশ্য কিছু কিছু জায়গায় তামিমের সাথে মালানের গণ্ডগোল বেঁধেছে বলে চালিয়ে দেওয়া হয়। সেটা নিয়েই ক্ষিপ্ত তামিম।

তিনি লিখেছেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

সব ব্যাপারে টেলিভিশন ফুটেজকেই শেষ ভরসা হিসেবে দেখতে বারণ করলেন তামিম। তিনি বলেন, ‘কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়।’

একই ম্যাচেই অপরাজিত হাফ সেঞ্চুরি করে ম্যাচ জেতান মালান। ডাগ আউটে বসে তালি দিয়ে সেই অর্জনকে সম্মান জানান তামিম। ফলে, তাঁদের মধ্যে ঝামেলা দেখতে পাওয়াটা আসলেই বোকার রাজ্যে বাস করার সামিল।

Share via
Copy link