শামির প্রত্যাবর্তন, শুভেচ্ছা-স্বাগতম

তাঁর অভিষেকের পরে ১০ টি আইসিসি ইভেন্টেই দলের সাথে ছিলেন তিনি। একটা টুর্নামেন্টও এসময়ে জিততে পারেনি ভারত। তিনি ইনজুরিতে পড়লে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত।

মোহাম্মদ শামি ফিরবেন, দলে ফিরবেন, কবে ফিরবেন! ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিনের এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ শামি। সব ঠিক থাকলে বছর খানেক পরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে ফিরবেন তিনি। এরপরেই উঠবেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেনে। আরও একটি বড় টুর্নামেন্টের আগে অভিজ্ঞতার ভাণ্ডার শামির দ্বারস্থ হয়েছে ভারত।

যদিও দলের সাথে অনুশীলনে হাঁটুতে স্ট্র্যাপ পেঁচিয়ে বল করতে দেখা গেছে তাকে। বোলিং কোচ মরনে মরকেলের সাথে অনেকটা সময় কাজ করেছেন তিনি। শুরুতে শর্ট রান আপে বল করে পরে ফুল রিদমে বল করেছেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিপক্ষে। ফিল্ডিং কোচের সাথে করেছেন ক্যাচিং অনুশীলনও। অনুশীলনের শেষ ১০ মিনিটে বল করেছেন পূর্ণ গতিতে।

গত একটা বছর ধরে শামির ফুল ফিট হবার জন্য অপেক্ষা করেছে ভারত। এজন্যই ইনজুরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখালেও ঝুঁকি নেইনি টিম ইন্ডিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলেছে শামিকে ছাড়াই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির পেস তাণ্ডবের পূর্ণ ঝলক নিশ্চিত করতে ইংল্যান্ড সিরিজে যুক্ত করা হল তাকে।

টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পাঁচ টি-টোয়েন্টি আর তিনটা ওয়ানডে পাচ্ছেন তিনি। জাসপ্রিত বুমরাহ’র অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মত কাটিয়েছিলেন তিনি। ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও। সেমিফাইনালে সাত উইকেট নিয়ে পেয়েছিলেন ‘শামি’ ফাইনাল তকমাও। তবে শেষটা রাঙাতে পারেননি তিনি। ফাইনালে হারের তিক্ত স্বাদ আর ইনজুরির বেদনাই সঙ্গী হয়েছিল তার।

একটা অপয়া রেকর্ডও আছে তার নামের পাশে। তার অভিষেকের পরে ১০টি আইসিসি ইভেন্টেই দলের সাথে ছিলেন তিনি। একটা টুর্নামেন্টও এসময়ে জিততে পারেনি ভারত। তিনি ইনজুরিতে পড়লে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। এবার শিরোপা জিতে কি এই অপয়া বদনাম দূর করতে পারবেন তিনি!

Share via
Copy link