বিপিএলের অন্দরমহলের গোপনীয় এক দলিল এসেছে খেলা ৭১ এর হাতে। সেখান থেকে জানা যায়, চলতি বিপিএলে বোলিং অ্যাকশনের জন্য সন্দেহভাজনের শিকার হয়েছেন আলিস আল ইসলাম।
অবশ্য, বোলিং অ্যাকশনের এই ইস্যু আলিসের জন্য নতুন কিছু নয়। ঘরোয় ক্রিকেটে এর আগেও বোলিং অ্যাকশনের জন্য তাঁকে নির্বাসনে যেতে হয়। এরপর কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ করে বোলিং অ্যাকশন শুধরে ফিরেছেন তিনি। তবে, সেই শুধরানোটা লম্বা দৌঁড়ে টিকে থাকার জন্য যথেষ্ট হল না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন সন্দেহের অন্য নাম। সেই সন্দেহের তীর এবার আলিস আল ইসলামের দিকে। ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম কিংসের আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিপিএলের ম্যাচ অফিসিয়ালরা। ফলে, এখন অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ডান-হাতি এই অফ স্পিনারকে।
ম্যাচ অফিসিয়ালদের দেওয়া প্রতিবেদন পেয়েছে খেলা ৭১। গেল ১৯ জানুয়ারির সেই ম্যাচ প্রতিবেদনে বলা হয়, আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের চোখে তাঁর প্রায় সব ডেলিভারিতেই সমস্যা আছে। সেখানেই সই করেছেন দুই অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ। এছাড়া তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে সই করেছেন মোরশেদ আলী খান সুমন ও মোহাম্মদ কামরুজ্জামান।
আলিসকে এই বিপিএলেরই আবিস্কার বলা যায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অভিজ্ঞতা না থাকার পরও সরাসরি তাঁর অভিষেক হয় বিপিএলে, ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে। তাঁকে সুযোগ দেন খালেদ মাহমুদ সুজন।
প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন রংপুর রাইডার্সের বিপক্ষে। এর দু’দিন পরেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এবার যখন জাতীয় দলের প্রায় দুয়ারে পৌঁছে গেছেন তখনই আবারও একই প্রশ্ন উঠল।