টিম ডেভিডের আট দিনে বিশ্ব ভ্রমণ

বিশাল পারিশ্রমিকের বিনিময়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন তিনি; খেলবেন প্লে-অফ রাউন্ডে। এলিমিনেটর ম্যাচের দিন সকালে বাংলাদেশে পা রেখে দুপুরেই আবার নেমে যান রংপুরের জার্সিতে। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি এই তারকার, ব্যক্তিগত ব্যর্থতার পাশাপাশি দলও বাদ পড়ে। আপাতত তাই বাধ্য হয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি। 

ক্রিকেটের ফেরিওয়ালা ট্যাগটা একান্ত নিজের করে নিতে বোধহয় উঠে পড়ে লেগেছেন টিম ডেভিড। সেজন্যই আজ এই লিগ, কাল ওই লিগ এভাবে ছুটে বেড়াচ্ছেন তিনি। দিন কয়েক আগেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখা গিয়েছিল তাঁকে, এরপর চোখের পলকে তিনি খেলেছেন আইএল টি-টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

গত ২৭ জানুয়ারি ছিল বিবিএলের ফাইনাল, হোবার্ট হারিকেন্সের হয়ে সেই ম্যাচে খেলেছিলেন ডেভিড। মিচেল ওয়েনের দুর্ধর্ষ তাণ্ডবের কারণে ব্যাটিং করতে হয়নি তাঁকে, এর আগেই চ্যাম্পিয়ন বনে যান।

যদিও শিরোপা উদযাপনে ব্যস্ত হয়ে যাননি এই অজি ক্রিকেটার, তড়িঘড়ি করে ধরেছেন আরব আমিরাতের বিমান। গালফ জায়ান্টসের হয়ে অতঃপর আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন তিনি। দলটার জার্সিতে যখন প্রথম ম্যাচ খেলেছিলেন তখন জানুয়ারির ২৯ তারিখ, অর্থাৎ বিবিএল শেষ হওয়ার মাত্র একদিন পার হয়েছে।

আবার একদিনের বিরতি কাটিয়ে জানুয়ারির ৩১ এবং ফেব্রুয়ারির এক তারিখ পুনরায় ম্যাচ খেলতে দেখা যায় এই মারকুটে ব্যাটারকে। কিন্তু টুর্নামেন্ট থেকে দুর্ভাগ্যবশত বাদ পড়ে তাঁর দল – সেটাই শাপে বর হয়ে আসে অবশ্য।

বিশাল পারিশ্রমিকের বিনিময়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন তিনি; খেলবেন প্লে-অফ রাউন্ডে। এলিমিনেটর ম্যাচের দিন সকালে বাংলাদেশে পা রেখে দুপুরেই আবার নেমে যান রংপুরের জার্সিতে। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি এই তারকার, ব্যক্তিগত ব্যর্থতার পাশাপাশি দলও বাদ পড়ে। আপাতত তাই বাধ্য হয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি।

সবমিলিয়ে আট দিনের ব্যবধানে তিনটা ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে তিনটা ভিন্ন ভিন্ন দেশে পাঁচ ম্যাচ খেলেছেন ডেভিড। এসময় চার ইনিংস ব্যাট করলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি – আসলে, এত ভ্রমণ ক্লান্তি আর আঁটসাঁট সূচিতে পারফর্ম করা অতিমানবীয় ব্যাপার। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের দৌরাত্ম বাড়লে ঠিক কেমন প্রভাব পড়ে ক্রিকেটারের ওপর, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।

Share via
Copy link