ভালবাসার প্রতিদান দিতে জানে না বাংলাদেশ ক্রিকেট

এই সহজ-সন্তুষ্টির সংস্কৃতিতেই চলছে বাংলাদেশ ক্রিকেট। খুব বেশি কিছু লাগে না, সামান্য প্রাপ্তিতেই আনন্দের বন্যা। তবে ভুলে গেলে চলবে না— মাঠের বাইরে যারা বিনিয়োগ করেন, যারা সময়-টাকা খরচ করে এই দলের পাশে থাকেন, তাদেরও কিছু পাওয়ার কথা ছিল। শুধুই ক্ষতি নয়!

দূর পরবাসে দিনরাত খেটে খাওয়া মানুষটা সময় বের করেছেন খেলা দেখবেন বলে। পাঁচ-দশ হাজার টাকা লস মেনে স্টেডিয়ামে ছুটেছেন প্রিয় দলের জন্য। অফিসের বসের ঝাড়ি, সংসারের চাপে হাঁপিয়ে ওঠা জীবন থেকে একটুখানি শান্তির খোঁজে বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছেন। কিন্তু কী পেলেন? এক ফোঁটা ক্রিকেটও না, এক ফোটাও সাফল্য নয় — পেলেন শুধু হতাশা, শুধুই প্রতারণা, শুধুই স্টান্টবাজি।

এই প্রবাসীদের  অধিকাংশই দিনমজুর। তাঁরা সব সময় জয় দেখতে চান না। তাঁর একটু স্বস্তি চান, একটু লড়াই দেখতে চান। তাঁদের জন্য ক্রিকেটটাই দেশপ্রেম। দেশের প্রতি ভালবাসা প্রকাশের একমাত্র জায়গা। এই গ্যালারিতে এসেই তাঁঁরা দেশের সাথে যোগাযোগের সেতুবন্ধনটা রচনা করেন।

ম্যাচ হয়নি। সেটা হবে না – সেই আভাস ছিল। তারপরও এসেছেন। ক্রিকেটকে ভালবাসেন বলেই এসেছেন। এমন ভালবাসার লোকের অভাব নেই। সেই আফগানদের বিপক্ষে কোন একটা জয় এসেছে সর্বশেষ ওয়ানডে জয়। এরপর আর কোনো জয় নেই।

একটা আইসিসি ইভেন্ট গেল জয় ছাড়াই। আর কত নিচে নামবে বাংলাদেশ দল? ক্রিকেট সমর্থকদের সাথে প্রতারণার শেষ কোথায়? এভাবেই বারবার প্রতারিত হচ্ছেন প্রবাসী ক্রিকেটভক্তরা। দেশে-বিদেশে ম্যাচ দেখতে গিয়ে শুধু হতাশা সঙ্গী হচ্ছে তাদের। একটা দল, একটা জাতির ক্রিকেটের স্বপ্নের সঙ্গে এমন তামাশা আর কতদিন চলবে?

কিন্তু, বাংলাদেশ ম্যাচ তো জেতেই না। বরং, বাজে ভাবে ম্যাচ হারে। এখানেই শেষ নয়। মাঠের বাইরে ক্রিকেটাররা চাপার জোর দেখান। নামের ভারে সিনিয়র ক্রিকেটাররা খেলেন। কেউ কেউ বলেন, ক্যাচ মিস হতেই পারে। ২০-২৫ গড়ের ইনিংসকে কারও কারও ভাল মনে হয়।

এটা তো শুধু একটা ম্যাচের গল্প না, এটা বছরের পর বছর ধরে চলে আসা এক দু:খজনক অধ্যায়। সাকিব-তামিমদের সময় পেরিয়ে গেছে, নতুন ক্রিকেটার আসবে, কিন্তু এই মানসিকতা বদলাবে কি? শুধু একটা ম্যাচের না একটা আইসিসি ইভেন্ট নয়, নিজেদের ব্যর্থতা ভুলে এগিয়ে যাওয়ার ভান করাটা বাংলাদেশের নিত্য দিনের দৃশ্য — এই প্রতারণার শেষ কোথায়?

প্রবাসী ভাইয়েরা আবারো টাকা খরচ করবেন, সময় দেবেন, ভালোবাসবেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কি কখনো তাদের ভালোবাসার মর্যাদা দেবে? নাকি আবারও তাদের আবেগ নিয়ে খেলবে, বৃষ্টির বদান্যতায় তৃতীয় হওয়ার তৃপ্তির ঢেকুর তুলেই কি কেটে যাবে ভালবাসার মিছিল?

এই সহজ-সন্তুষ্টির সংস্কৃতিতেই চলছে বাংলাদেশ ক্রিকেট। খুব বেশি কিছু লাগে না, সামান্য প্রাপ্তিতেই আনন্দের বন্যা। তবে ভুলে গেলে চলবে না— মাঠের বাইরে যারা বিনিয়োগ করেন, যারা সময়-টাকা খরচ করে এই দলের পাশে থাকেন, তাদেরও কিছু পাওয়ার কথা ছিল। শুধুই ক্ষতি নয়!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link