সাই সুদর্শন ব্যাটিংয়ে নামা মানেই রান আসতে বাধ্য। চলতি আইপিএলে সেটা আরও বেশি করে সত্য। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একটা ম্যাচে পাঁচ রান করেছিলেন। বাকি তিনটা ম্যাচের সবগুলোতে খেলেছেন বড় ইনিংস। এত ধারাবাহিক ব্যাটার খুঁজে পাওয়া খুব মুশকিল।
সেই মুশকিল কাজটাই রোজ করে যাচ্ছেন সাই সুন্দর্শন। ওপেনিংয়ে নেমে ১৯ তম ওভারে গিয়ে আউট হন সুদর্শন। তাতে রান করেন ৫৩ বলে ৮২। ব্যাটে ছিল তিনটি ছক্কা আর আটটি চার। এভাবে ব্যাট করাটাই তাঁর নিয়তি, প্রতিদিনকার রুটিন।

কভারের ওপর দিয়ে চোখধাঁধানো ড্রাইভ, মিড উইকেটে হুইপ করে মারা শট, বা শর্ট বলের বিপক্ষে বুক চিতিয়ে মারা পুল—প্রতিটি স্ট্রোকেই ছিল শিল্পের ছোঁয়া। উইকেটের চারপাশে শট খেলে যেন জানিয়ে দিলেন —তিনিই এই ইনিংসের গল্পকার, তিনিই এই সিনেমার নায়ক।
গুজরাট টাইটান্সকে রানের দিশা দেখিয়েছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে সাই সুদর্শনের এই বড় ইনিংসে ভর করে গুজরাট টাইটান্স তোলে ২১৭ রান। যার ভিত্তিটা একদম গোড়া থেকে গড়ে দিলেন সাই সুদর্শন। রান যেমন এল, তার চেয়েও বড় কথা—আসলো বিশ্বাস, এই তরুণ প্রতিভার ওপর ভরসা করার মতো নির্ভার এক বিশ্বাস।











