চেন্নাইয়ের অবজ্ঞার জবাব সুদর্শন দিচ্ছেন গুজরাটের জার্সিতে

গুজরাট টাইটান্সের জার্সিতে সাই সুদর্শন আলো ছড়াচ্ছেন। অথচ তার এই বিধ্বংসী রুপের ফায়দা তুলে নেওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংসের। 

চারিদিক থেকে আসা প্রশংসার জলের ভেসে যাচ্ছেন সাই সুদর্শন। মারকাটারি ব্যাটিংয়ে তিনি বুদ করে রেখেছেন ভারতীয় ক্রিকেট দর্শকদের। গুজরাট টাইটান্সের জার্সিতে তিনি আলো ছড়াচ্ছেন। অথচ তার এই বিধ্বংসী রুপের ফায়দা তুলে নেওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংসের।

আজকের এই সাই সুদর্শন একদিনে তৈরি হননি। হুট করেই তিনি বনে যাননি খবরের শিরোনাম। সামর্থ্য আর ইচ্ছেশক্তির মিশেল ঘটিয়ে তিনি নিজেকে নিয়ে এসেছেন এই পথ অবধি। এজন্যে অবশ্য চেন্নাইয়ের কৃতীত্ব প্রাপ্য। আবার কোন কোন ক্ষেত্রে চেন্নাইয়ের দর্শকরা চাইলেই দোষারোপ করতে পারে ফ্রাঞ্চাইজিটিকে।

সাই সুদর্শন উঠে এসেছেন এক খেলোয়াড়ি পরিবার থেকে। তার বাবা ভরদ্বাজ ছিলেন একজন অ্যাথলেট। এমনকি সাফ গেমসেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এমনকি তার মা উষা ভরদ্বাজ ছিলেন রাজ্য দলের ভলিবল খেলোয়াড়। সুতরাং খেলাধুলার আবহাওয়া শৈশব থেকেই পেয়েছেন সাই সুদর্শন ভরদ্বাজ।

গুটিগুটি পায়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন ক্রিকেটের জমকালো ভুবনে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সাথে তিন সম্পৃক্ত ছিলেন বেশ আগে থেকেই। জুনিয়র সিএসকে ডেরায় থেকেছেন লম্বা সময়। তবুও চেন্নাইয়ের মূল দলে তার জায়গা হয়নি কখনোই। কিন্তু গুজরাট টাইটান্স ঠিকই স্বর্ণ চিনতে ভুল করেনি।

২০২২ আসরের মেগা নিলামে মাত্র ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল গুজরাট। এরপর থেকে তিনি টানা খেলে যাচ্ছেন গুজরাটের হয়ে। নেমেই তিনি চোখ ধাঁধানো পারফরমেন্স তিনি করেননি, বরং ক্রমাগতভাবে উন্নতি করেছেন। গেল আসরেও তিনি নিজের জাত চিনিয়েছেন।

৪৭.৯০ গড়ে রান করেছেন ৫২৭। স্ট্রাইকরেট ছিল তার ১৪১। এই বছর সেই ধারাতেই সামনের দিকেই অগ্রসন হচ্ছেন সাই সুদর্শন। এবারের আসরে তার স্ট্রাইকরেট বেড়েছে, এখন তিনি ব্যাট করছেন ১৫১। এখন অবধি তিনটি ফিফটি করেছেন ইনিংস উদ্বোধন করতে এসে।

তিনি ধারাবাহিকতার প্রমাণ রাখছেন। আক্ষেপের আগুনে পুড়েই তিনি হয়েছেন কয়লা, সেখান থেকেই হীরের চমক হয়ে দ্যুতি ছড়াচ্ছেন সাই সুদর্শন। ঘরের ছেলের কদর করেনি চেন্নাই। তাকে যথাযথ মূল্যায়নও করেনি। সেই সব অবজ্ঞা জবাবটাই যেন সুদর্শন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বুকের ভেতরের ঝড়কে তিনি বাইশ গজে স্থানান্তরিত করে নিজেকেই বরং হালকা করছেন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link