ফ্রেডি ওয়াইল্ড চ্যাম্পিয়নদের পেছনের নায়ক

২০১৮ সালে ফ্রেডি ওয়াইল্ড লিখেছিলেন একটা বই, সেখানে একটি অধ্যায়ের নাম ছিল – 'হোয়াই আরসিবি লস'। বিশ্লেষণ করে দেখানো হয়েছিল কেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে চিরকাল হতাশ করে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কেন বারবার বড় তারকাদের নিয়েও খালি হাতে ফিরতে হয়।

২০১৮ সালে ফ্রেডি ওয়াইল্ড লিখেছিলেন একটা বই, সেখানে একটি অধ্যায়ের নাম ছিল – ‘হোয়াই আরসিবি লস’। বিশ্লেষণ করে দেখানো হয়েছিল কেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে চিরকাল হতাশ করে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কেন বারবার বড় তারকাদের নিয়েও খালি হাতে ফিরতে হয়।

আর আজ, ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দলটির হেড অব অ্যানালাইসিস হিসেবে রয়েছেন সেই লেখক, ফ্রেডি ওয়াইল্ড নিজেই! সময়ের মোড় কত দ্রুত ঘুরে যেতে পারে – তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই গল্প।

বইয়ের এক পাতায় লেখা ছিল, ‘আপনার যদি ৮.৫ মিলিয়ন ডলার বাজেট থাকে, তাহলে ডেথ ওভারের জন্য কোরি অ্যান্ডারসনকে আনার কথা কখনোই ভাববেন না।’ বলা হয়েছিল, কীভাবে ২০১৮ সালে বারবার ভুল পন্থা বেছে নেয় ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

বিশ্লেষণের অভাব, পরিকল্পনার ভুল এবং ক্রিকেটকে না বুঝতে পারা – সবই ব্যর্থতার পেছনে বড় কারণ। এমনকি অধ্যায়ের শুরুতেই মুরলী কার্তিকের একটা মন্তব্য জুড়ে দেওয়া হয় যেখানে ছিল – ‘শুধুমাত্র আপনি কোনো বড় ব্যবসায়ী বা চলচ্চিত্র তারকার মালিকানাধীন হলেই তা যথেষ্ট নয় — তারা ক্রিকেট বোঝেন না। ক্রিকেট পরিচালনা করা উচিত ক্রিকেট সংশ্লিষ্ট পেশাদারদের দ্বারা।’

তবে এখন সেই ব্যাঙ্গালুরু আজ বদলে গেছে। ১৮ বছর পর চ্যাম্পিয়ন তকমা পেয়েছে। আর যার পেছনে ফ্রেডির অবদানটা নেহাতই কম নয়। তিনি প্রমাণ করেছেন, সঠিক পন্থা অবলম্বন করে কিভাবে সাফল্য পাওয়া যায়। বইয়ের সেই লেখাগুলোর বাস্তব রূপ দিয়েছেন তিনি।

পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, সঠিক কম্বিনেশন বাছাই, ম্যাচ রিডিং, পিচ অ্যানালাইসিস – সবকিছুতেই রয়ে গেছে এই বিশ্লেষণাত্মক টিমের ছাপ। যা আরসিবির শিরোপা খরা কাটিয়েছে।

যে মানুষ একসময় বইয়ে লিখেছিলেন, ‘কেন বারবার আরসিবি হারে’, আজ সেই মানুষই কিনা তাদের ‘জয়ের রূপকার’ – এমন ঘটনা কেবল ক্রিকেটেই সম্ভব। ক্রিকেটটা শুধু ব্যাট কিংবা বলের খেলা নয়। এর পেছনে থাকে মস্তিষ্কের কারুকার্য। সাফল্য পেতে হলে চিন্তা করার কৌশল জানতে হয়, যার প্রমাণ রাখলেন ফ্রেডি ওয়াইল্ড।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link