বাংলার মেয়েদের টানা পাঁচ জয়

প্রথম ম্যাচে এই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ, এবারের ব্যবধানটা অবশ্য ৫-০। সেই সঙ্গে একপ্রকার প্রস্তুতি পর্ব শেষ করলো বাংলাদেশের মেয়েরা। এবার লক্ষ্যটা শিরোপা ছোঁয়ার!

প্রথম ম্যাচে এই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ, এবারের ব্যবধানটা অবশ্য ৫-০। সেই সঙ্গে একপ্রকার প্রস্তুতি পর্ব শেষ করলো বাংলাদেশের মেয়েরা। এবার লক্ষ্যটা শিরোপা ছোঁয়ার!

শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ, তবে ফিনিশিং ব্যর্থতায় বারবার হাতছাড়া হয়েছে সুযোগ। অবশেষে প্রথম গোলের সন্ধান পায় ২৫ মিনিটের মাথায়। বক্সের বাইরে থেকে নেওয়া কানন রানীর শট খুঁজে নেয় লঙ্কানদের জাল।

পরের সুযোগটি এসেছিল ৩৮ মিনিটের মাথায়, তবে ভাগ্যে সহায় না হওয়ায় সুরমা জান্নাতের শট গোলবারে লেগে ফিরে আসে।

একই ঘটনা আবারও ঘটলো প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে। তৃষ্ণার নেওয়া শট আবার প্রতিহত হলো গোলবারে লেগে। এবার অবশ্য তৈরি ছিলেন পূজা দাস, ফিরতি বল জালে জড়িয়ে দ্বিগুণ করেন লিড।

তৃতীয় গোলটা আসে তাঁর পা থেকেই। এরপর বাংলাদেশ একের পর আক্রমণ করলেও এলোমেলো শট গন্তব্য খুঁজে পায়নি। নির্ধারিত সময়ের চার মিনিট আগে অবশ্য হালি পূরণ করেন তৃষ্ণা।

আর শেষের বাঁশি বাজার আগে পেনাল্টিতে আফাইফা খন্দকার গোল করে ৫-০ গোলের জয় নিশ্চিত করেন। এবার সব নজর ২১ তারিখের ম্যাচের দিকে। শক্তিশালী নেপালের বিরুদ্ধে অঘোষিত এক ফাইনাল লড়াই। যদিও ড্র হলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। পরাজিত হলেও অবশ্য সমীকরণের মারপ্যাঁচ থাকবে, করা হবে দু’দলের গোলের হিসাব। তবে বাংলাদেশ নিশ্চয় চাইবে ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link