সৌম্য সরকারকে ফিরিয়ে আনাই সমাধান

টি-টোয়েন্টি বা রঙিন পোশাকে বাংলাদেশের ‍দুই ওপেনারের নাম চূড়ান্ত। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ওপরই এখন নিয়মিত ভরসা রাখবে বাংলাদেশ। কিন্তু, চলতি বছরের এশিয়া কাপের আগে এখানে এখন মোক্ষম ব্যাক-আপ থাকা জরুরী।

ব্যাক আপ ওপেনার খুঁজছে বাংলাদেশ দল, সাদা বলের ক্রিকেট বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য। অবস্থা এতটাই বেগতিক যে, এই মুহূর্তে সৌম্য সরকারকে ফিরিয়ে আনাই এখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একমাত্র সমাধান হতে পারে।

অবশ্য, মজার ব্যাপার হল সৌম্য সরকারকে বাদ দেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণও ছিল না বাংলাদেশের নির্বাচক প্যানেলের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি একাদশে ছিলেন। টি-টোয়েন্টিতে ৪৩ ও ওয়ানডেতে ৭৩ রানের একটা করে ইনিংসও খেলেন।

মাঝে আরব আমিরাত ও পাকিস্তান সফরে দলে থাকলেও ছিলেন মাঠের বাইরে। কিন্তু, হঠাৎ করেই দল থেকে জায়গা হারান শ্রীলঙ্কা সফর ও দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। বিশ্রামের ছলে নাকি তাঁকে মূলত রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলার সুযোগ দেওয়া হয়েছে, এমন বলার লোকেরও অভাব ছিল না।

সৌম্য সরকারের জায়গাটা নেওয়ার যোগ্য দাবি জানাতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। ওপেনার বা চার নম্বর – নানা পজিশনে খেললেও বলার মত পারফরম্যান্স ছিল না নাঈমের। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কোনো জায়গাতেই নিজেকে একাদশে রাখার স্বপক্ষে জোরালো দাবি তুলতে পারেনি। ইনটেন্ট, স্ট্রাইক রেট এমনকি টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন।

এমনিতে টি-টোয়েন্টি বা রঙিন পোশাকে বাংলাদেশের ‍দুই ওপেনারের নাম চূড়ান্ত। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ওপরই এখন নিয়মিত ভরসা রাখবে বাংলাদেশ। কিন্তু, চলতি বছরের এশিয়া কাপের আগে এখানে এখন মোক্ষম একজন ব্যাক-আপ থাকাও জরুরী।

সেখানে নাঈম শেখকে দিয়ে চেষ্টা করা হলেও – বাস্তবতা হল তাঁকে দিয়ে হবে না। বরং সৌম্য সরকারেই আবারও ফিরে যেতে হবে বাংলাদেশকে। সৌম্য গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলে এসেছেন, কয়েকটা ম্যাচে কিছু রানও করেছেন। জাতীয় দলের বাইরে থাকার সময়টাতেও অভিজ্ঞতা ভারি হয়েছে তাঁর।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link