‘পাকিস্তান’ নাম ব্যবহার নিষিদ্ধ

পাকিস্তান সরকার ও দেশটির ইন্টার-প্রোভিনশিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) কমিটি পিসিবিকে পরামর্শ দিয়েছে, ভবিষ্যতে বেসরকারি লিগে দেশের নাম ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি চালাতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, কোনো বেসরকারি ক্রিকেট লিগে আর দেশের নাম—‘পাকিস্তান’—ব্যবহার করা যাবে না। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারতীয় খেলোয়াড়দের ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দলের বিপক্ষে খেলতে না চাওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডব্লিউসিএলের চলমান আসরকে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তুলে ধরা হচ্ছিল, যা পিসিবির কাছে গ্রহণযোগ্য হয়নি। বোর্ডের পরিচালনা পর্ষদের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, দুই দফায় ভারতীয় খেলোয়াড়দের অংশ না নেওয়া দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে—কোনো বেসরকারি টুর্নামেন্টে পাকিস্তানের নাম ব্যবহার করা যাবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

যদিও চলমান আসরে পাকিস্তান লেজেন্ডস দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলতে পারবে, তবে ভবিষ্যতে আর কোনো ছাড় দেওয়া হবে না। বোর্ড জানিয়েছে, দেশের নাম ব্যবহারের অধিকার শুধু পিসিবির, এবং সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ ও আয়োজকের গ্রহণযোগ্যতার ওপর।

পিসিবি জানিয়েছে, এর আগেও জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করা হয়েছিল। এবার এসব বিষয়কেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তান সরকার ও দেশটির ইন্টার-প্রোভিনশিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) কমিটি পিসিবিকে পরামর্শ দিয়েছে, ভবিষ্যতে বেসরকারি লিগে দেশের নাম ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি চালাতে। বোর্ড স্পষ্ট করে দিয়েছে—বেসরকারি সংস্থাগুলো ‘পাকিস্তান’ নাম ব্যবহার করলে, তা বন্ধ করতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে পিসিবি।

Share via
Copy link