২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় নেই কোহলি-রোহিত!

এখন থেকেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করতে চাইছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)

এখন থেকেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করতে চাইছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) । তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসে তাঁদের ভাবনা জেনে নিতে চাইছেন বোর্ড কর্তারা।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর ওয়ানডে দলের নেতৃত্বও শুভমান গিলের হাতে তুলে দিতে আগ্রহী বোর্ডের একাংশ । ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে কোহলি-রোহিতের ক্রিকেট ভবিষৎ নিয়ে আলোচনায় বসতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

কোহলি এবং রোহিতের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন বোর্ড কর্তারা। ইতোমধ্যে তাঁরা দুজনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন। শুধু এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই সিনিয়র দুই ক্রিকেটার। ২০২৭ সালের বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮। আর রোহিতের ৪০। কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও রোহিতের বেলা তা ওঠে হরহামেশাই।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় ভারত। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘বিশ্বকাপের এখনও দুই বছর সময় আছে। কোহলি এবং রোহিতের দু’জনের বয়সেই তখন চল্লিশের কাছে পৌঁছে যাবে। তাই আমরা এখন থেকেই পরিকল্পনা করতে চাই। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছি আমরা।’

বোর্ডের ওই কর্মকর্তা অবশ্য এখনই , কোহলি এবং রোহিতকে পরিকল্পনার বাইরে রাখার কথা ভাবছেন না। তাঁর বক্তব্য , ‘সাদা বলের ক্রিকেটে কোহলি এবং রোহিতের অবদান প্রচুর । প্রায়ই সবকিছুই জিতেছে তারা। তাদের উপর আমরা কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না । তবে ওদের পরিকল্পনা জানা দরকার আমাদের। ওদের পরিকল্পনার ওপর নির্ভর করছে অনেক কিছু। তাই সরাসরি কথা বলেই নেওয়া ভালো।’

ভারতীয় বোর্ড কোহলি এবং রোহিতের উপর কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে না হলেও , ভবিষৎ পরিকল্পনায় তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দিতে চাইছেন। ওয়ানডে ক্রিকেটের পরবর্তী অধিনায়ক হিসাবেও শুভমানের কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য ওয়ানডেতে এখনও রোহিত শর্মা অধিনায়ক। তবে ভবিষৎ উত্তরসূরী হিসেবে শুভমান গিলকে ভাবা হচ্ছে।

সাবেকদেরও ভোট পাচ্ছেন গিল। মোহাম্মদ কাইফ যেমন সাফ বলেই দিলেন, ‘ওয়ানডেতে শুভমান গিলের নেতৃত্ব দেওয়ার সময় এসে গেছে। রোহিত কতদিন অধিনায়ক থাকবেন, তা অনিশ্চিত। গিল সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার।’ তাহলে কি ধরে নেওয়া যায়, ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা অধ্যায়ের ইতি ঘটতে চলেছে?

Share via
Copy link