টাকার পাহাড় জমেছে, কিন্তু হিসাবের লোক নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির অ্যাকাউন্টে প্রায় হাজার কোটি টাকা। শুনতে যতই মোটা অঙ্ক লাগুক, বোর্ডের ভেতরে এত দিন এর দেখভালের জন্য ছিলেন না কোনো চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও)।
অবশেষে ৫ জুলাই সিএফও খুঁজে আনার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন জমা পড়েছে শতাধিক। বোর্ড সভায় এই নিয়োগ নিয়ে আলোচনা হবে—যেন ধন সম্পদের পাহারাদার বেছে নেওয়া। বিসিবির পরিচালনা পর্ষদের সভার ১৪টি এজেন্টার মধ্যে আছে সিএফও নিয়োগ নিয়ে আলোচনাও।
আলোচনায় আরও আসবে বংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বাছাই শেষ ধাপ চলছে। পাঁচটি থেকে কমে প্রতিষ্ঠান এখন তিনটি। বিসিবি শুধু ইভেন্টের দায়িত্ব দেবে নাকি পুরো টুর্নামেন্টের লাগাম ছাড়বে—সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।
এর বাদে, বিসিবির বিভিন্ন বিভাগের প্রধানরা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বোর্ডের সামনে। মাঠের খেলা শুরু হওয়ার আগে বোর্ডরুমেই চলছে কৌশল সাজানোর ম্যাচ। কিছু নতুন নিয়োগের ব্যাপারেও বোর্ড সভা থেকেই আসবে সিদ্ধান্ত।
মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার বিদায় ঘণ্টা বেজে গেছে। টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগও সভায় অনুমোদন হওয়ার কথা। যেন একসাথে একাধিক ক্রিকেট নাটকের ট্রেলার চলছে, আর দর্শক শুধু অপেক্ষায়, কোনটায় কত অ্যাকশন আর কত সাসপেন্স মিলবে।