হার দিয়ে শুরু সাকিবদের সিপিএল মিশন

হার দিয়েই শুরু হলো সাকিব আল হাসানের সিপিএল মিশন৷ ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারেননি, বল হাতে ঠিকঠাক সুযোগও পাননি। সেন্ট কিটসের সাথে উদ্বোধনী ম্যাচে ছয় উইকেটে পরাজিত হলো সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস।

হার দিয়েই শুরু হলো সাকিব আল হাসানের সিপিএল মিশন৷ ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারেননি, বল হাতে ঠিকঠাক সুযোগও পাননি। সেন্ট কিটসের সাথে উদ্বোধনী ম্যাচে ছয় উইকেটে পরাজিত হলো সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস।

টসে হেরে সাকিবরা ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। তবে শুরুতেই ধাক্কা খেতে হয় তাদের। প্রথম ওভারেই কাইল মায়ার্সের শিকার হয়ে ফেরেন ওপেনার জুয়েল অ্যান্ড্রু। রাকিম কর্নওয়েলের ব্যাট থেকে আসে মাত্র তিন রান।

তিনে নামা করিমা গরে একপ্রান্তে চেষ্টা চালাতে থাকলেও অন্যপাশে চলে সাজঘরে আসা যাওয়ার মিছিল। সাকিব যখন ব্যাটিংয়ে আসলেন দল তখন বিপদগ্রস্ত। সুযোগ ছিল হাল ধরার, নিজের ব্যাটকে আরও একবার শানিত করার।

তবে সাকিবও ব্যর্থ হয়েছেন, ওয়ার্নার পার্কের কঠিন কন্ডিশনে নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১১ রান করেছেন ১৬ বল মোকাবিলা করে। নামের পাশে কোনো বাউন্ডারিও নেই।

শেষ পর্যন্ত করিমা গরের ৬১ রানের উপর ভর করে বার্বুডার সংগ্রহ দাঁড়ায় ১২১ রানের। আফগান স্পিনার ওয়াকার সালামখিল ২২ রানে নেন চারটি উইকেট।

জবাবে সেন্ট কিটস রীতিমতো উড়ন্ত সূচনা করে। ইভিন লুইস আর আন্দ্রে ফ্লেচার মিলে শুরু থেকেই ঝড় তোলেন। ৩৬ রানে লুইস ফিরলেও রানের চাকা ঠিকই সচল থাকে হোল্ডার বাহিনীর। ৫৬ রানের মাথায় কাইল মায়ার্স এবং রাইলি রুশোকে ফিরিয়ে রাকিম কর্নওয়াল কিছুটা সম্ভাবনা জাগালেও কাজের কাজ খুব একটা হয়নি।

এদিন ১৩তম ওভারের মাথায় বোলিংয়ে আনা হয় সাকিবকে। জেতার জন্য তখন সেন্ট কিটসের দরকার ২৭ রান, হাতে তখনও ছয় উইকেট। কার্যত সাকিবের কিছুই করার ছিল না। ১ ওভারই অবশ্য সুযোগ পেয়েছেন বল করার, দিয়েছেন মাত্র ৬ রান।

সেন্ট কিটস ছয় উইকেট এবং পাঁচ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে তরি ভেড়ায়। তাই তো পরাজিতদের পাশেই নাম উঠে সাকিবের।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link