বাইশ গজের দুই রঙ

এই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই এক ওভারে ৩৯ রান দেওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতা হয়েছিল তাঁর, শেখ জামালের হয়ে ব্যাটিংয়ে ছিলেন তখন জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে ওভারের রেকর্ড তখন সেটা। এবার সেখানেই হ্যাটট্রিক আনন্দ উদযাপন। মিরপুরের ২২ গজে ক্রিকেটের দুই রঙ দেখলেন পেসার আলাউদ্দিন বাবু।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্রাদার্স ইউনিয়নের হয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করলেন তিনি একটু আগে। তাঁর তিন শিকার – মুক্তার আলী, সোহাগ গাজী ও নাবিল সামাদ।

তিনটি শর্ট বল, তিনটিই বাজে শট, ইনিংসের শেষ দিকে রান বাড়ানোর তাড়ায়। তার পরও, হ্যাটট্রিক তো হ্যাটট্রিক!

প্রথম উইকেটের ক্যাচটি ছিল অসাধারণ। অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করে আকাশে তুলে দেন মুক্তার। মিড উইকেট বাউন্ডারি থেকে অনেকটা ভেতরে ছুটে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন নাঈম ইসলাম জুনিয়র।

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের ষষ্ঠ হ্যাটট্রিক এটি, বোলার যদিও তিনি পঞ্চম। এক আল আমিনেরই দু’টো হ্যাটট্রিক।

টি-টোয়েন্টি এখন পর্যন্ত হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বাংলাদেশিরা

  • আল আমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩ সাল)
  • আল আমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫ সাল)
  • আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯ সাল)
  • মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯ সাল)
  • কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০ সাল)
  • আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১ সাল)

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link