অজি প্রাথমিক দলে ছয় সংযোজন

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মাটিতে সফরকে সামনে রেখে জন্য আজ ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী মাসে ক্যারিবিয়ানদের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আগস্ট মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অজিরা।

গত ১৭ মে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। সেই দলের সাথে আরো ছয় জনকে যোগ করেছে তারা। যুক্ত হওয়া নতুন ছয় জন হলেন, ক্যামেরন গ্রিন, অ্যাশটন টার্নার, ওয়েস অ্যাগার, নাথাল এলিস, বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান।

তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় সূচি চূড়ান্ত করা হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি এখনো চূড়ান্ত করতে পারেনি দুই বোর্ড। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে ক্যারিবিয়ান সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা দেখা যায়না। ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে খেলে যাওয়ার পর ২০১৭ সালে আবার দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছিলো অস্ট্রেলিয়া।

২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসহায় আত্নসমর্পণ করে হোয়াটওয়াশ হলেও ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ড্র করেছিলো বাংলাদেশ।

  • অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড

অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভির সাঙ্গা, ডি’আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিশেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি

  • টি-টোয়েন্টি

প্রথম টি-টোয়েন্টি: ৯ জুলাই

দ্বিতীয় টি-টোয়েন্টি: ১০ জুলাই

তৃতীয় টি-টোয়েন্টি: ১২ জুলাই

চতুর্থ টি-টোয়েন্টি: ১৪ জুলাই

পঞ্চম টি-টোয়েন্টি: ১৬ জুলাই

সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

  • ওয়ানডে

প্রথম ওয়ানডে: ২০ জুলাই

দ্বিতীয় ওয়ানডে: ২২ জুলাই

তৃতীয় ওয়ানডে: ২৪ জুলাই

সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কেনসিংটন ওভাল, ব্রিজটাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link