বিসিবির বিবেচনায় নেই হেরাথ

শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার বিসিবিকে শর্ত জুড়ে দিয়েছেন বছরে মাত্র ১২০ দিন কাজ করবেন তিনি। আর তাকে দৈনিক পারিশ্রমিক দিতে হবে ১৫০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা। কিন্তু বিসিবি চাচ্ছে দীর্ঘমেয়াদি কোচ। তাই হেরাথের এমন প্রস্তাবের পর তাকে নিয়ে আর ভাবছে না বোর্ড।

ড্যানিয়েল ভেট্টোরির অধ্যায় শেষে এখন নতুন স্পিন বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশ করা না হলেও রঙ্গনা হেরাথের সাথে কয়েক দফা আলোচনা করেছে বিসিবি। কিন্তু তার প্রস্তাব মনে না ধরায় তাকে আর বিবেচনায় রাখছে না বোর্ড।

চুক্তি হওয়ার আগেই তার নাম প্রকাশ হওয়াতে তাই বিব্রত দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও, সাবেক এই বাঁ-হাতি লঙ্কান স্পিনার নিজেই বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের কাছে সম্ভাবনার কথা স্বীকার করে নিয়েছিলেন।

শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার বিসিবিকে শর্ত জুড়ে দিয়েছেন বছরে মাত্র ১২০ দিন কাজ করবেন তিনি। আর তাকে দৈনিক পারিশ্রমিক দিতে হবে ১৫০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা। কিন্তু বিসিবি চাচ্ছে দীর্ঘমেয়াদি কোচ। তাই হেরাথের এমন প্রস্তাবের পর তাকে নিয়ে আর ভাবছে না বোর্ড।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এখন তাদের তালিকায় আর কারো নাম নেই। প্রোফাইল দেখে এবং বাংলাদেশে এসে মে মানিয়ে নিতে পারবে কিনা এই সব দেখে কোচ নিয়োগ দিবেন তারা। তবে কবে নাগাদ কোচ নিয়োগ দেওয়া হবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেননি এই বোর্ড কর্মকর্তা।

তিনি বলেন, ‘এটা আসলে বলা কঠিন। কারণ হুট করে তো একজন কোচকে নিয়োগ দেয়া যায় না। প্রোফাইল দেখে বা বাংলাদেশে সে মানিয়ে নিতে পারবে কিনা। কত দিনের জন্য আসবে সঙ্গে অনেক কিছু ভাবতে হয় একজন কোচ নিয়োগ দেওয়ার আগে। এগুলো যদি নিশ্চিত না হয় আর দুই পক্ষ সম্মতিতে না যায় তাহলে কোন কোচকে নিয়োগ দেয়া কঠিন। এই মুহূর্তে কোন কোচকে নিয়োগ দেয়া হয়নি। এমন কেউ নেই যার নাম এখন বলা যায়।’

বিসিবি থেকে হেরাথের নাম প্রকাশ না করার পরেও তার নাম গণমাধ্যমে আসায় বিষয়টি ভালো ভাবে নেননি বিসিবির মিডিয়া কমিটির এই চেয়ারম্যান। তিনি মনে করেন চুক্তি হওয়ার আগে কারো নাম বাইরে আসা উচিত নয়। কোন না কোন ভাবে নাম প্রকাশ হয়ে গেলে সেটা বোর্ডের জন্য বিব্রতকর।

তিনি বলেন, ‘এই যে একটা নাম উঠে আসলো। এটা আসলে উচিত ছিল না। নাম বাইরে আসা উচিত হয়নি। কারণ কোন কিছু তার সঙ্গে চূড়ান্ত হয়নি। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত নাম বাইরে আসা উচিত না। এটা বোর্ড এবং যে প্রার্থী থাকে তার জন্য বিব্রতকর। কোন না কোন জায়গায় হয় তো সে জড়িত থাকে। এটা আপনাদের সামনে চলে এসেছে কিন্তু এটা হওয়া উচিত হয়নি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...