আলস্যকে বিদায় জানিয়েছেন সাইফ হাসান

সে কারণেই 'অলস দিন' নামক শব্দ গুচ্ছ তিনি হয়ত মুছে ফেলেছেন নিজের মস্তিষ্ক থেকে। এ কারণেই একা একা অনুশীলনেও তার নেই কোন আলস্য। ব্যাটের সাথে সখ্যতা বাড়ানোর আয়োজনে তিনি ভীষণ ব্যস্ত। 

এক মুহূর্ত বসে কাটানোর ফুরসত নেই সাইফ হাসানের। দলের বাকিরা যখন সিলেটে যাওয়ার ব্যাগ গোছাতে ব্যস্ত, তখনও মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝড়াচ্ছেন সাইফ। প্রত্যাশা বেশি, দায়িত্ব বেশি- তাইতো অবহেলায় সময়কে অপচয় করছেন না ডানহাতি এই ব্যাটার।

এক নবজাগরণ ঘটেছে মোহাম্মদ সাইফ হাসানের। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। বড় বড় শট হাঁকিয়ে, দর্শকদের মনে নিজের জন্য জনপ্রিয়তা বাড়িয়েছেন। তিনি জানেন, স্বাধীনতার মতই, জনপ্রিয়তা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। ঠিক সে কারণেই নিজেকে শতভাগ প্রস্তুত রাখা চাই তার।

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। জাতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের কাছ থেকে ফ্রাঞ্চাইজিটির প্রত্যাশা নিশ্চয়ই আকাশচুম্বী। সেই প্রত্যাশামাফিক ডেলিভারি করতে হলে, ভুলচুক করা যাবে না বিন্দুমাত্র। তাছাড়া এবারের বিপিএলটা যে প্রস্তুতির এক বিশাল বড় মঞ্চ।

কেননা বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলদেশ পেয়েছে জয়ের দেখা। যার একটা বড় অংশজুড়েই ছিল সাইফের ব্যাটের তাণ্ডব। স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে নতুন আশার কুড়েঘর মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে।

বৈশ্বিক সে মঞ্চে লাল-সবুজের পতাকার মান বাড়ানোর দায়িত্বও তো এসে পড়ে সাইফের কাঁধে। সে বিষয়টিও নিশ্চয়ই মাথায় রেখেছেন সাইফ হাসান। ঠিক সে কারণেই ‘অলস দিন’ নামক শব্দ গুচ্ছ তিনি হয়ত মুছে ফেলেছেন নিজের মস্তিষ্ক থেকে। এ কারণেই একা একা অনুশীলনেও তার নেই কোন আলস্য। ব্যাটের সাথে সখ্যতা বাড়ানোর আয়োজনে তিনি ভীষণ ব্যস্ত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link