ঈশানের অন্তর্ভুক্তি ভারতের ঘরোয়া ক্রিকেটে বাড়িয়েছে প্রতিযোগিতা

ঈশান কিষাণের অন্তর্ভুক্তি ভারতের ক্রিকেট মহলে দিয়েছে স্পষ্ট বার্তা। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স বৃথা যায় না।

ঈশান কিষাণের অন্তর্ভুক্তি ভারতের ক্রিকেট মহলে দিয়েছে স্পষ্ট বার্তা। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স বৃথা যায় না। তাইতো বিজয় হাজারে ট্রফিকে কাজে লাগাতে উঠে-পড়ে লেগেছেন ভারতীয় ক্রিকেটাররা। পঞ্চাশ ওভারের জাতীয় দলে জায়গা করে নিতে চায় তো প্রত্যেকেই। কেননা বছর খানেক বাদেই তো মর্যাদার সেই বিশ্বকাপ।

সেই ভাবনাতে বিভোর ধ্রুব জুরেল। ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। এবার তার লক্ষ্য ওয়ানডে দলেও নিজের জায়গা করে নেওয়া। সে কারণেই পঞ্চাশ ওভারের ঘরোয়া টুর্নামেন্টকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তিন ম্যাচে ৩০৭ রান করেছেন তিনি, ১৫৩.৫০ গড়ে। একটি সেঞ্চুরি আর দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি বিপাকে ফেলে দিচ্ছেন ঋষাভ পান্তকে।

কেননা ভারতের ওয়ানডে দলে দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ। তার প্রতিদ্বন্দী হওয়ার রসদ জোগাড়ে আপ্রাণ চেষ্টাই চালাচ্ছেন ধ্রুব জুরেল। সেই একই প্রচেষ্টায় মগ্ন, রিঙ্কু সিংও। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ফিনিশার রোলে দূর্দান্ত পারফরম করে যাচ্ছেন রিঙ্কু। উত্তর প্রদেশের হয়ে ২৩৬ রান নিয়েছেন তিনি ১৩৪.৮৬ স্ট্রাইকরেটে। এমন আগ্রাসী একজন ফিনিশার ভারতের ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হতে পারে। রিঙ্কু তাই সুযোগের সদ্ব্যবহার করে রাখছেন।

ভারতের টপ অর্ডার একেবারেই ফিক্স। তবুও রোহিত শর্মার দিনকাল ও সময় বিবেচনায় দলে একজন ওপেনারের প্রয়োজন সামনে চলে আসতে পারে যেকোন মুহূর্তে। তখন যেন ভারতকে বিপাকে পড়তে না হয়, তাই নিজেকে প্রস্তুত রাখছেন দেবদূত পাদ্দিকালও। বিজয় হাজারে ট্রফিতে, তিন ম্যাচে দুইটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২৯৩ রান আদায় করে তিনি প্রমাণ করেছেন ২০২৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স মোটেও ফ্লুক ছিল না।

পেস বোলিং ইউনিটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রামাকৃষ্ণ ঘোষ। তিন ম্যাচে তার ঝুলিতে যুক্ত হয়েছে ১৩টি উইকেট। এই মুহূর্তে তিনি বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। রামাকৃষ্ণের জন্য অবশ্য পথটা মোটেও মসৃণ নয়। তবুও নিজের অস্তিত্বের জানান দিয়ে রাখছেন তিনি।

মোদ্দা কথা ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায়, ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বেড়ে গেছে বহুগুণে। প্রত্যেক খেলোয়াড় নিজেদের সামর্থ্যের সবটুকু নিঙড়ে দিতে চান যেকোন মূল্যে। কারও আবারও নীল জার্সিতে ফেরার ইচ্ছে, কারও প্রথমবারের মত নীল জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন সত্যি করার মিশনে নেমেছে প্রত্যেকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link